বেগম মমতাজ ইকবাল

বেগম মমতাজ ইকবাল (অজানা- মৃত্যু: ২০০৯) মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনীতিবিদ। সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সদর) আসনের সাবেক সাংসদ। তিনি জাতীয় পার্টির হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য।[1][2][3]

বেগম মমতাজ ইকবাল
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১ম বার
কাজের মেয়াদ
২০০৮  ২০০৯
পূর্বসূরীফজলুল হক আছপিয়া
উত্তরসূরীমোঃ মতিউর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্মসুনামগঞ্জ
মৃত্যু১৭ এপ্রিল ২০০৯
সুনামগঞ্জ
রাজনৈতিক দলজাতীয় পার্টি (এরশাদ)
দাম্পত্য সঙ্গীইকবাল হোসাইন চৌধুরী
সন্তানইনান ইসমাম চৌধুরী

ইমিতা চৌধুরী

ইপশিতা চৌধুরী

জন্ম ও প্রাথমিক জীবন

বেগম মমতাজ ইকবাল সুনামগঞ্জের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

বেগম মমতাজ ইকবাল জাতীয় পার্টির রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক। তিনি জাতীয় পার্টির হয়ে সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সদর) আসনে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য।[1][4][4]

পারিবারিক জীবন

বেগম মমতাজ ইকবালের স্বামী ইকবাল হোসাইন চৌধুরী সাবেক সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সদর) আসনের সাবেক সাংসদ। তিনি (ইকবাল হোসাইন চৌধুরী) দুবার স্বতন্ত্র ও দুবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের তিন সন্তান। একমাত্র ছেলে ইনান ইসমাম চৌধুরী রাজনীতির সাথে সম্পৃক্ত। ব্যারিষ্টার ইমিতা চৌধুরী,কানাডা প্রবাসী। ইপশিতা চৌধুরী চ্যাটার্ড একাউন্টেন্ড।[4]

মৃত্যু

বেগম মমতাজ ইকবাল সংসদ সদস্য থাকা অবস্থায় ১৭ এপ্রিল ২০০৯ সালে মারা যান। [3]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.