বিমলনাথ

জৈন বিশ্বতত্ত্ব অনুসারে, বিমলনাথ ছিলেন বর্তমান কালচক্রার্ধের (‘অবসর্পিণী’ যুগ) ১৩শ তীর্থঙ্কর। জৈন বিশ্বাস অনুসারে, তিনি সকল কর্মের বন্ধন ছিন্ন করে ‘সিদ্ধ’ (মুক্ত আত্মা) হয়েছিলেন। বিমলনাথের পিতা ছিলেন ইক্ষ্বাকু-বংশীয় রাজা কৃতবর্মণ এবং মাতা ছিলেন রানি শ্যামা দেবী। বিমলনাথ কামপিল্যাতে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় পঞ্জিকা অনুসারে, তাঁর জন্মতিথিটি হল মাঘ শুক্লা তৃতীয়া।

বিমলনাথ
১৩শ জৈন তীর্থঙ্কর
ভারতের একটি জাদুঘরে রক্ষিত তীর্থঙ্কর বিমলনাথের প্রাচীন বিগ্রহ
পূর্বসূরিবাসুপূজ্য
উত্তরসূরিঅনন্তনাথ
রাজপরিবার
রাজবংশ/বংশইক্ষ্বাকু
পরিবার
পিতামাতাকৃতবর্মণ (পিতা)
সুরম্যা (শ্যামা) (মাতা)
্কল্যাণক / গুরুত্বপূর্ণ ঘটনাবলি
জন্ম১.৬ X ১০২১১ বছর আগে
কামপিল্যা
মোক্ষের স্থানসম্মেদ শিখর
বৈশিষ্ট্য
বর্ণসোনালি
প্রতীকশূকর
উচ্চতা৬০ ধনুষ (১৮০ মিটার)
বয়স৬,০০০,০০০ বছর
কেবলকাল
যক্ষষট্‌দুখ
যক্ষিণীবিজয়া

জীবন

বিমলনাথ ছিলেন বর্তমান কালচক্রার্ধের (‘অবসর্পিণী’ যুগ) ১৩শ তীর্থঙ্কর।[1] জৈন বিশ্বাস অনুসারে, তিনি সকল কর্মের বন্ধন ছিন্ন করে ‘সিদ্ধ’ (মুক্ত আত্মা) হয়েছিলেন। বিমলনাথের পিতা ছিলেন ইক্ষ্বাকু-বংশীয় রাজা কৃতবর্মণ এবং মাতা ছিলেন রানি শ্যামা দেবী। বিমলনাথ কামপিল্যাতে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় পঞ্জিকা অনুসারে, তাঁর জন্মতিথিটি হল মাঘ শুক্লা তৃতীয়া।

বিখ্যাত মন্দির

  • কাম্পিল্যা জৈন মন্দির, কাম্পিল্যা, উত্তরপ্রদেশ
  • জৈন মন্দির, দুবাই
  • শ্রীবিমলনাথ স্বামী জৈন শ্বেতাম্বর মন্দির, বিবওয়েওয়াডি, মহারাষ্ট্র
  • শ্রীবিমলনাথ ভগবান তীর্থ, ধুলে

ছবি

আরও দেখুন

পাদটীকা

  1. Tukol 1980, পৃ. 31।

তথ্যসূত্র

  • Tukol, T. K. (১৯৮০), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.