মূল সংঘ

মূল সংঘ (সংস্কৃত: मूलसंघ) হল একটি প্রাচীন জৈন সন্ন্যাসী সংঘ।[1] 'মূল' শব্দের আক্ষরিক অর্থ 'শিকড়'।

শ্রবণবেলগোলার বাহুবলী মূর্তি। শ্রবণবেলগোলা 'দেশীয় গণে'র একটি কেন্দ্র।

মূল সংঘই হল প্রধান দিগম্বর জৈন সংঘ।[2] বর্তমান কালে দিগম্বর জৈন সম্প্রদায় ও মূল সংঘ সমার্থক। আচার্য কুন্দকুন্দ মূল সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। এই সংঘের প্রাচীনতম উল্লেখটি পাওয়া যায় ৪৩০ খ্রিষ্টাব্দে।[3]

মূল সংঘ কয়েকটি শাখায় বিভক্ত। আচার্য ইন্দ্রনন্দীর শ্রুতাবতারভট্টারকের নীতিসার অনুসারে, আচার্য অর্হদবালী জৈন সন্ন্যাসীদের একটি সম্মেলন আয়োজন করেছিলেন এবং বিভিন্ন গোষ্ঠীর নামকরণ ('গণ' বা 'সংঘ') করেছিলেন। চারটি প্রধান গোষ্ঠী হল:

  • নন্দী গণ, এই গণের দুটি প্রধান উপশাখা রয়েছে:
    • বলৎকর গণ, সরস্বতী গচ্ছ (প্রাচীনতম উল্লেখ ১০৭১ খ্রিষ্টাব্দের)
    • দেশীয় গণ, পুস্তক গচ্ছ (প্রাচীনতম উল্লেখ ৮৬০ খ্রিষ্টাব্দে)
  • সেন গণ, জিনসেনের শাখা। এটিকে আগে 'পঞ্চস্তুপ' বা 'সুরাষ্ট্র' বলা হত (প্রাচীনতম উল্লেখ ৮২১ খ্রিষ্টাব্দে)
  • দেব গণ, অকলঙ্ক দেবের শাখা।
  • সিংহ গণ

শ্রবণবেলগোলামুদবিদ্রির ভট্টারকেরা দেশীয় গণের অন্তর্গত। হুমবাজের ভট্টারকেরা বলৎকর গণের অন্তর্গত।

উত্তর ভারতের বিভিন্ন দিগম্বর সংঘ কাষ্ঠ সংঘের অন্তর্গত। মূল সংঘ ও কাষ্ঠ সংঘের আচারগত পার্থক্য সামান্যই।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. जैन शिलालेख संग्रह, , भाग ४, विद्याधर जोहरापुरकर, भारतीय ज्ञानपीठ, १९६१
  2. Jain Dharma, Kailash Chandra Siddhanta Shastri, 1985.
  3. प्रमुख जैन एतिहासिक जैन पुरुष और महिलायें, ज्योतिप्रसाद जैन, भारतीय ज्ञानपीठ, १९७५

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.