বিবির বাজার স্থল বন্দর
কুমিল্লার বিবির বাজার দেশের ১৩তম স্থলবন্দর। এটি স্থলবন্দর হিসেবে ঘোষিত হয় ১৮ই নভেম্বর ২০০২ সালে। এই বন্দরের কার্যক্রম শুরু হয় ২৩ এপ্রিল ২০০৯। রাজধানী থেকে সবচেয়ে কাছের স্থলবন্দরও এটি। কুমিল্লা জেলার বিবির বাজারের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগতলার শ্রীমন্তপুর। বিবির বাজার স্থল বন্দর রপ্তানি ও আমদানি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যসমূহের সঙ্গে আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।[1][2]
তথ্যসূত্র
- "কুমিল্লা স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১১।
- "৬টি স্থল বন্দর স্থাপনের সম্ভাব্যতা যাছাই করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী - বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)"। www.bssnews.net। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১১।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.