বিনোদপুর ইউনিয়ন, মহম্মদপুর

বিনোদপুর ইউনিয়ন বাংলাদেশের মাগুরা জেলার একটি প্রশাসনিক এলাকা।

বিনোদপুর
ইউনিয়ন
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামাগুরা জেলা
উপজেলামহম্মদপুর উপজেলা
আয়তন
  মোট১৪.৭০ কিমি (৫.৬৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৬,৫৫০
  জনঘনত্ব২৫০০/কিমি (৬৪০০/বর্গমাইল)
 [1]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

অবস্থান ও আয়তন

বিনোদপুর ইউনিয়ন খুলনা বিভাগের মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার অন্তর্গত। মহম্মদপুর উপজেলা সদর হতে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এই ইউনিয়নের আয়তন ১৪.৭০ বর্গ কিলোমিটার।

ইতিহাস

বিনোদপুর ইউনিয়নটি অত্র অঞ্চলের প্রাচীন ইউনিয়ন। যতদুর জানা গিয়েছে, ১৮৭০ সালে বিনোদপুর প্রথম পঞ্চায়েত পদ্ধতির আওতায় আসে। বর্তমান পরিষদ ভবনটি ১৯৬৩ সালে নির্মিত হয়।

প্রশাসনিক বিন্যাস

  • মৌজার সংখ্যা - ৭টি।
  • গ্রামের সংখ্যা - ২১টি; এগুলো হলোঃ
  • বিনোদপুর
  • ভাবনপাড়া
  • খালিয়া
  • দক্ষিণপাড়া
  • রহমতপুর
  • তল্লাবাড়ীয়া
  • উরুড়া
  • কালুকান্দী
  • নারায়নপুর
  • পারভাটপাড়া
  • বানিয়াবহু
  • ঘুল্লিয়া
  • খাদুনা
  • পাচুড়ীয়া
  • চৌবাড়ীয়া
  • ভাতুয়াডাঙ্গা
  • ম্যাক্সিমাইল
  • কানুটিয়া
  • স্বরূপপুর
  • চরপাড়া
  • বেথুলিয়া।

জনসংখ্যা উপাত্ত

২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা ৩৭,০৭৯ জন (প্রায়)।

স্বাস্থ্য

শিক্ষা

২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানে শিক্ষার হার - ৪৯%। এখানে রয়েছে মোট ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান -

  • ডিগ্রী কলেজ - ১টি,
  • টেকনিক্যাল কলেজ - ১টি
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৭টি,
  • রেজিঃ প্রাথমিক বিদ্যালয় - ২টি,
  • কিন্ডার গার্টেন - ৪টি,
  • উচ্চ বিদ্যালয় - ৫টি,
  • মাদ্রাসা - ৬টি।

কৃষি

অর্থনীতি

যোগাযোগ

জেলা সদরউপজেলা সদরের সংযোগ সড়কের মধ্যবর্তী স্থানে বিনোদপুর ইউনিয়ন অবস্থিত। ঢাকার সহিত সরাসরি বাস সার্ভিস চালু আছে। মাগুরা এবং মহম্মদপুর উপজেলা থেকে বাস, টেম্পু, ভ্যান রিক্সা যোগে বিনোদপুরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা চালু আছে।

কৃতি ব্যক্তিত্ব

বিবিধ

  • হাট/বাজার সংখ্যা - ৫টি।
  • গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান - ২০টি।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বিনোদপুর ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.