বিকিরণ

পদার্থবিদ্যায়, বিকিরণ হল, এক প্রকার শক্তি স্থানান্তর বা  নির্গমন প্রক্রিয়া যা তরঙ্গ বা কণা আকারে শূন্য স্থান বা মাধ্যমের মধ্য দিয়ে ভ্রমণ করে।[1][2] এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে:

আপেক্ষিক ক্ষমতার তিনটি ভিন্ন ধরনের আয়োনাজিং বিকিরণ কঠিন বস্তুর মধ্য দিয়ে প্রবেশের চিত্রণ।  সাধারণত আলফা কণা (α) এক টুকরা  কাগজের দ্বারাই থেমে যায়, যেখানে বিটা কণা (β) থামানো হয় একটি অ্যালুমিনিয়াম প্লেট দ্বারা।গামা বিকিরণ (γ) তীব্রতা ঈষৎ হ্রাস পায় যখন এটি সীসার মধ্যে  প্রবেশ করে।
ক্ষতিকর ও অরক্ষিত বিকিরনের আন্তর্জাতিক প্রতীক যা মানুষের জন্য বিপদজ্জনক ও অনিরাপদ।বিকিরণ সাধারণত আলো এবং শব্দ হিসেবে প্রকৃতিতে বিদ্যমান।

বিচ্ছুরিত কণার শক্তির উপর নির্ভর করে বিকিরণকে প্রায়ই আয়োনাজিং বা নন-আয়োনাজিং হিসাবে শ্রেণীকরণ করা হয়। পরমানু ও অনুকে আয়নিত করার এবংরাসায়নিক বন্ধন  ভাঙার মত পর্যাপ্ত শক্তি প্রায় ১০ ইলেক্ট্রো ভোল্ট শক্তি আয়নাজিং বিকিরন বহন করে। তেজস্ক্রিয় পদার্থ যা α, β, বা γ  রশ্মির সাথে সাথে  হিলিয়াম নিউক্লিয়াস,ইলেকট্রন বা পজিট্রনেরএবং ফোটন  নির্গত করে তা আয়নাজিং বিকিরনের একটি সাধারন উৎস। অন্যান্য উৎসের মধ্যে রয়েছে এক্স-রে, পজিট্রনের, নিউট্রন, মেসন সেকেন্ডারি কসমিক রে যা প্রাইমারি কসমিক রে পৃথিবীর বায়ু মন্ডলের সাথে আন্তক্রিয়ার পড়ে উৎপাদিত হয়। 

See also

নোট এবং রেফারেন্স

  1. Weisstein, Eric W.। "Radiation"Eric Weisstein's World of Physics। Wolfram Research। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১১
  2. "Radiation"The free dictionary by Farlex। Farlex, Inc.। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.