বারাণসী লোকসভা কেন্দ্র
বারাণসী লোকসভা কেন্দ্রটি উত্তরপ্রদেশ রাজ্যের ৮০ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয় এবং মোট ৫ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই লোকসভা কেন্দ্রের সদর দফতর বারাণসী শহরে অবস্থিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি।
![]() মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, বারাণসীর বর্তমান সংসদ সদস্য | |
অস্তিত্ব | ১৯৫২-বর্তমান |
---|---|
সংরক্ষণ | না |
বর্তমান সাংসদ | নরেন্দ্র মোদী |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচনের বছর | ২০১৯ |
রাজ্য | উত্তরপ্রদেশ |
মোট ভোটদাতা | ১৮,৫৬,৭৯১ |
বিধানসভা কেন্দ্র | রোহানিয়া বিধানসভা কেন্দ্র বারাণসী উত্তর বিধানসভা কেন্দ্র বারাণসী দক্ষিণ বিধানসভা কেন্দ্র বারাণসী ক্যন্টনমেন্ট বিধানসভা কেন্দ্র সেবাপূরী বিধানসভা কেন্দ্র |
এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।
বিধানসভা কেন্দ্র গুলি
লোকসভা কেন্দ্রটি ৫ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[1][2][3] এগুলি হল-
রোহানিয়া বিধানসভা কেন্দ্র়়
এই বিধানসভা কেন্দ্রটি উত্তর প্রদেশের ৩০৩ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য উত্তর প্রদেশ বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
বারাণসী উত্তর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি উত্তর প্রদেশের ৩০৩ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য উত্তর প্রদেশ বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
বারাণসী দক্ষিণ বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি উত্তর প্রদেশের ৩০৩ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য উত্তর প্রদেশ বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
বারাণসী ক্যন্টনমেন্ট বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি উত্তর প্রদেশের ৩০৩ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য উত্তর প্রদেশ বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
সেবাপূরী বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি উত্তর প্রদেশের ৩০৩ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য উত্তর প্রদেশ বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত নয়।
বারাণসী লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান ও প্রাক্তন এমপিদের তালিকা
নীচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। এটি প্রতিটি এমপি দ্বারা প্রাপ্ত ভোটের সংখ্যা এবং তারা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত তাও দেখায়। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন ভারতীয় জনতা পার্টি-এর শ্রী নরেন্দ্র মোদী।[4]
নির্বাচন | বিজয়ী | দল | |
---|---|---|---|
১৯৫২ | রঘুনাথ সিং | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৬২ | |||
১৯৬২ | |||
২০০৯ | মুরলি মনোহর জোশী | ভারতীয় জনতা পার্টি | |
২০১৪ | নরেন্দ্র মোদী | ||
২০১৯ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "UP Assembly (Vidhan Sabha) Elections 2017 and Results, Constituency and Candidate Wise"। www.elections.in। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১০।
- "List of constituencies (Districtwise) :Uttar Pradesh 2017 Election"। www.myneta.info। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১০।
- "Uttar Pradesh Parliamentary (Lok Sabha) Constituencies Election Results 2014 with Winning Party"। www.elections.in। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১০।
- http://www.elections.in/uttar-pradesh/parliamentary-constituencies/varanasi.html?utm_source=from_pctrack