বাড্ডা থানা

বাড্ডা বাংলাদেেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার অবস্থিত একটি থানা। এটা ক্যান্টনমেন্ট থানা এবং গুলশান থানার অংশ থেকে ডিসেম্বর ১৯৯৮ সালে গঠন করা হয়।[1]

বাড্ডা
থানা
বাড্ডা
বাংলাদেশে বাড্ডা থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৫′ উত্তর ৯০°২৫′ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
থানা গঠনডিসেম্বর ১৯৯৮
আয়তন
  মোট১৬.৭৮ কিমি (৬.৪৮ বর্গমাইল)
উচ্চতা২৩ মিটার (৭৫ ফুট)
জনসংখ্যা (১৯৯১)
  মোট১,৫৭,৯২৪
  জনঘনত্ব৯৪০০/কিমি (২৪০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ২৬ ০৪
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

বাড্ডা ঢাকার ২৩.৭৮৬১১১° উত্তর ৯০.৪২৫° পূর্ব / 23.786111; 90.425 স্থানে অবস্থিত। এর মোট আয়তন ১৬.৭৮  বর্গ কিলোমিটার।

বাড্ডা থানার অধীন এলাকা

দক্ষিণ বাড্ডা, গুলশান হ্রদের পাড়ে (২০১৭ খ্রিস্টাব্দ)
  • বসুন্ধরা
  • বনশ্রী
  • উত্তর বাড্ডা
  • মধ্য বাড্ডা
  • দক্ষিণ বাড্ডা
  • মেরুল বাড্ডা
  • বাড্ডা ডিআইটি প্রকল্প
  • শাহজাদপুর
  • কালাচাঁদপুর
  • নাড্ডা
  • লিচুবাগান
  • কুড়িল
  • জোয়ারসাহারা
  • আফতাবনগর
  • নুরেরচালা

তথ্যসূত্র

  1. মো. তুহীন মোল্লা (২০১২)। "বাড্ডা থানা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীরবাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901। ওসিএলসি 883871743

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.