বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের তালিকা

নিম্নলিখিত ছকে বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় বিমান সমূহের তালিকা দেয়া হল:

বিমান ছবি দেশ ভূমিকা সিরিজ পরিষেবাতে নোট
স্থির ডানার বিমান
মিগ-২৯ রাশিয়া যুদ্ধ বিমান বি
ইউবি

মিগ-২৯বি গুলোকে ঝুক এমই রাডার এবং উন্নত এভিওনিক্স দ্বারা এবং মিগ-২৯ইউবি গুলোকে অপ্টো লেজার লোকেটিং সিস্টেম দ্বারা আপগ্রেড করা হবে।
এফ-৭ চীন যুদ্ধ বিমান এমবি
বিজি
বিজিআই
১২
১৬
১৬
১টি এফ-৭এমবি ২০১৫ সালে ক্রাশ করে।
সি-১৩০ জে যুক্তরাষ্ট্র সামরিক পরিবহন বিমান জে৫ যুক্তরাজ্য বিমান বাহিনী থেকে ক্রয়কৃত।
সি-১৩০ যুক্তরাষ্ট্র সামরিক পরিবহন বিমান বি যুক্তরাষ্ট্র বিমান বাহিনী থেকে ক্রয়কৃত।
এএন-৩২ রাশিয়া সামরিক পরিবহন বিমান/ রূপান্তরিত বোমারু বিমান সি বাংলাদেশ ১৯৮০ সালে ৩ টি বিমান ক্রয় করে।
এল-৪১০ চেক প্রজাতন্ত্র পরিবহন প্রশিক্ষণ বিমান
ইয়াক-১৩০ রাশিয়া অগ্রসর জেট প্রশিক্ষণ বিমান ১৬
কে-৮ চীন মৌলিক জেট প্রশিক্ষণ বিমান ডব্লিউ
এল-৩৯ চেকোস্লোভাকিয়া মৌলিক জেট প্রশিক্ষণ বিমান জেডএ ১ টি বিমান ২০১২ সালে ক্র্যাশ করে।
পিটি-৬ চীন প্রাথমিক প্রশিক্ষণ বিমান ২৪ ২০১৬ সালে নতুন উন্নত সংস্করনের ১১টি বিমান কেনা হয়।
হেলিকপ্টার
এমআই ১৭১এসএইচ রাশিয়া যুদ্ধ হেলিকপ্টার এসএইচ ২০ একটি এমআই-১৭১এসএইচ ২০১৫ তে ক্র্যাশ করেছে।
এমআই ১৭১ রাশিয়া পরিবহন হেলিকপ্টার ১৩
এমআই ১৭ সি রাশিয়া পরিবহন হেলিকপ্টার
বেল-২১২ যুক্তরাষ্ট্র পরিবহন হেলিকপ্টার ১৩
এডব্লিউ-১৩৯ ইতালি সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার
এমআই-১৭ভি-৫ রাশিয়া ভিআইপি পরিবহন হেলিকপ্টার ভি
এমআই-১৭১ই রাশিয়া ভিআইপি পরিবহন হেলিকপ্টার
এডব্লিউ-১১৯ ইতালি প্রশিক্ষণ হেলিকপ্টার কেএক্স
বেল ২০৬ যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ হেলিকপ্টার এল-২
এল-৪

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.