চেংদু জে-৭

এফ-৭ (চেংগদু জে-৭) চীনে তৈরি একটি জঙ্গী বিমান। এটি রাশিয়ার তৈরি মিগ-২১ এর লাইসেন্সড[1] ও উন্নততর ভার্সন। রাশিয়ার কারিগরি সহায়তায় চীন এটি তৈরি করে। এটির উৎপাদন ২০১৩ সালে বন্ধ হয়ে গেলেও এটি চীন সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীতে এখনো, বিশেষত: ইন্টারসেপটর হিসেবে, ব্যবহৃত হচ্ছে।

জে-৭ / এফ-৭ এয়ারগার্ড
পাকিস্তান এয়ার ফোর্সের একটি F-7PG ২০০৯ সালের আন্তজার্তিক প্রশিক্ষণে উড্ডয়নরত।
ভূমিকা ফাইটার / ইন্টারসেপটর
নির্মাতা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন/গুইঝু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন
প্রথম উড্ডয়ণ জানুয়ারি ১৯৬৬
অবস্থা সক্রিয়
মুখ্য ব্যবহারকারী পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স
পাকিস্তান এয়ার ফোর্স
বাংলাদেশ বিমান বাহিনী
কোরিয়ান পিপলস এয়ার ফোর্স
ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ার ফোর্স
ইজিপশিয়ান এয়ার ফোর্স
নির্মিত হচ্ছে ১৯৭০–২০১৩
নির্মিত সংখ্যা ২,৪০০+
উন্নয়নকৃত মিগ-২১
রুপভেদ গুইঝু জেএল-৯

বৈশিষ্ঠ্যসমুহ

  • প্রস্তুতকারক :চেংগদু
  • বৈমানিক :১জন
  • প্রথম উড্ডয়ন :১৯৬৬ সাল
  • দৈর্ঘ্য :১৪.৮৮৫মিঃ
  • উচ্চতা :৪.১০ মিঃ
  • খালি অবস্হায় ওজন :৫২৯২ কেজি
  • বোঝা পূর্ন অবস্হায় ওজন :৭৫৪০ কেজি
  • শক্তির উৎস :লিয়াংউপেন(liyang wopen)-১৩ এফ(আর-১৩-৩০০)টার্বোজেট
  • সর্বোচ্চ গতি :২১৭৫ কিঃমিঃ/ঘঃ
  • যুদ্ধাবস্হায় পাল্লা :৮৭৫ কিঃমিঃ,৫৫০ মাঃ

যুদ্ধার্থে ব্যাবহ্রত অস্ত্র

  • ২টি টাইপ ৩০ ৩০মিঃমিঃ কামান
  • বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
  • বোমা-২০০০কেজি

তথ্যসূত্র

  1. J7, Sino Defence.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.