চেংদু জে-৭
এফ-৭ (চেংগদু জে-৭) চীনে তৈরি একটি জঙ্গী বিমান। এটি রাশিয়ার তৈরি মিগ-২১ এর লাইসেন্সড[1] ও উন্নততর ভার্সন। রাশিয়ার কারিগরি সহায়তায় চীন এটি তৈরি করে। এটির উৎপাদন ২০১৩ সালে বন্ধ হয়ে গেলেও এটি চীন সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীতে এখনো, বিশেষত: ইন্টারসেপটর হিসেবে, ব্যবহৃত হচ্ছে।
জে-৭ / এফ-৭ এয়ারগার্ড | |
---|---|
পাকিস্তান এয়ার ফোর্সের একটি F-7PG ২০০৯ সালের আন্তজার্তিক প্রশিক্ষণে উড্ডয়নরত। | |
ভূমিকা | ফাইটার / ইন্টারসেপটর |
নির্মাতা | চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন/গুইঝু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন |
প্রথম উড্ডয়ণ | জানুয়ারি ১৯৬৬ |
অবস্থা | সক্রিয় |
মুখ্য ব্যবহারকারী | পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স পাকিস্তান এয়ার ফোর্স বাংলাদেশ বিমান বাহিনী কোরিয়ান পিপলস এয়ার ফোর্স ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ার ফোর্স ইজিপশিয়ান এয়ার ফোর্স |
নির্মিত হচ্ছে | ১৯৭০–২০১৩ |
নির্মিত সংখ্যা | ২,৪০০+ |
উন্নয়নকৃত | মিগ-২১ |
রুপভেদ | গুইঝু জেএল-৯ |
বৈশিষ্ঠ্যসমুহ
- প্রস্তুতকারক :চেংগদু
- বৈমানিক :১জন
- প্রথম উড্ডয়ন :১৯৬৬ সাল
- দৈর্ঘ্য :১৪.৮৮৫মিঃ
- উচ্চতা :৪.১০ মিঃ
- খালি অবস্হায় ওজন :৫২৯২ কেজি
- বোঝা পূর্ন অবস্হায় ওজন :৭৫৪০ কেজি
- শক্তির উৎস :লিয়াংউপেন(liyang wopen)-১৩ এফ(আর-১৩-৩০০)টার্বোজেট
- সর্বোচ্চ গতি :২১৭৫ কিঃমিঃ/ঘঃ
- যুদ্ধাবস্হায় পাল্লা :৮৭৫ কিঃমিঃ,৫৫০ মাঃ
যুদ্ধার্থে ব্যাবহ্রত অস্ত্র
- ২টি টাইপ ৩০ ৩০মিঃমিঃ কামান
- বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
- বোমা-২০০০কেজি
তথ্যসূত্র
- J7, Sino Defence .
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.