বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিদিত্তকার প্রতিনিধিত্বকারী দল। বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে অফিসিয়াল অনূর্ধ্ব-১৯ ওডিআই ম্যাচ খেলছে। ১৯৮৮ সাল বাদে এই পর্যন্ত অনুষ্ঠিত সবকয়টি আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কমেহেদী হাসান মিরাজ
মালিকবিসিবি
দলীয় তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৯৭
ইতিহাস
প্রথম-শ্রেণী অভিষেকব. ইংল্যান্ড
 ২০০৪
 হেডিংলি, লিডস

ইতিহাস

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরু উনিশের দশক থেকে। ১৯৮৯ সালের আগস্ট মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরে যায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অফিসিয়াল ম্যাচ খেলা শুরু করে ১৯৯৮ সাল থেকে। প্রথম ম্যাচ ছিল নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের সাথে।[1] ১২ জানুয়ারী, ১৯৯৮ সালের সেই ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল অফিসিয়ালি আন্তর্জাতিক পর্যায়ে পদার্পণ করে। একই ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করে।

বর্তমান দল

খেলোয়াড় জন্ম তারিখ ব্যাটিং বোলিং
মেহেদী হাসান () (1997-10-25) ২৫ অক্টোবর ১৯৯৭ডান-হাতিডান-হাতি অফ ব্রেক
জাকির হাসান (উই) (1998-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯৮বাম-হাতিউইকেট-কিপার
জয়রাজ শেখ (1996-09-21) ২১ সেপ্টেম্বর ১৯৯৬ডান-হাতি-
সাইফ হাসান (1998-10-30) ৩০ অক্টোবর ১৯৯৮ডান-হাতি-
পিনাক ঘোষ (1999-01-20) ২০ জানুয়ারি ১৯৯৯বাম-হাতি-
নিহাদুজ্জামান (1996-08-26) ২৬ আগস্ট ১৯৯৬ডান-হাতিস্লো বাম-হাতি অর্থোডক্স
সাঈদ সরকার (1997-05-05) ৫ মে ১৯৯৭ডান-হাতিডান-হাতি অফ ব্রেক
রিফাত প্রধান (1997-08-09) ৯ আগস্ট ১৯৯৭ডান-হাতিডান-হাতি মিডিয়াম
মোহাম্মদ সাইফুদ্দিন (1996-11-01) ১ নভেম্বর ১৯৯৬ডান-হাতিডান-হাতি মিডিয়াম ফাস্ট
আবু হায়দার (1996-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৯৬ডান-হাতিবাম-হাতি ফাস্ট মিডিয়াম
মেহেদি হাসান রানা (1997-01-01) ১ জানুয়ারি ১৯৯৭বাম-হাতিবাম-হাতি মিডিয়াম ফাস্ট
শামসুল রাব্বানী () (2001-12-26) ২৬ ডিসেম্বর ২০০১ডান-হাতিডান-হাতি ফাস্ট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পারফরমেন্স

বছর স্বাগতিক ফলাফল
১৯৮৮  অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেনি
১৯৯৮  দক্ষিণ আফ্রিকা প্লেট চ্যাম্পিয়ন
২০০০  শ্রীলঙ্কা ১০ম
২০০২  নিউজিল্যান্ড ১১তম
২০০৪  বাংলাদেশ প্লেট চ্যাম্পিয়ন
২০০৬  শ্রীলঙ্কা ৫ম স্থান
২০০৮  মালয়েশিয়া ৭ম স্থান
২০১০  নিউজিল্যান্ড প্লেট চ্যাম্পিয়ন
২০১২  অস্ট্রেলিয়া ৭ম স্থান
২০১৪  সংযুক্ত আরব আমিরাত প্লেট চ্যাম্পিয়ন
২০১৬  বাংলাদেশ ৩য় স্থান

তথ্যসূত্র

  1. "LIST OF BANGLADESH YOUTH ODI MATCHES"ক্রিকেটআর্কাইভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.