বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিদিত্তকার প্রতিনিধিত্বকারী দল। বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে অফিসিয়াল অনূর্ধ্ব-১৯ ওডিআই ম্যাচ খেলছে। ১৯৮৮ সাল বাদে এই পর্যন্ত অনুষ্ঠিত সবকয়টি আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।
![]() | |
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | মেহেদী হাসান মিরাজ |
মালিক | বিসিবি |
দলীয় তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৭ |
ইতিহাস | |
প্রথম-শ্রেণী অভিষেক | ব. ইংল্যান্ড ২০০৪ হেডিংলি, লিডস |
ইতিহাস
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরু উনিশের দশক থেকে। ১৯৮৯ সালের আগস্ট মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরে যায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অফিসিয়াল ম্যাচ খেলা শুরু করে ১৯৯৮ সাল থেকে। প্রথম ম্যাচ ছিল নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের সাথে।[1] ১২ জানুয়ারী, ১৯৯৮ সালের সেই ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল অফিসিয়ালি আন্তর্জাতিক পর্যায়ে পদার্পণ করে। একই ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করে।
বর্তমান দল
খেলোয়াড় | জন্ম তারিখ | ব্যাটিং | বোলিং |
---|---|---|---|
মেহেদী হাসান (অ) | ২৫ অক্টোবর ১৯৯৭ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক |
জাকির হাসান (উই) | ১ ফেব্রুয়ারি ১৯৯৮ | বাম-হাতি | উইকেট-কিপার |
জয়রাজ শেখ | ২১ সেপ্টেম্বর ১৯৯৬ | ডান-হাতি | - |
সাইফ হাসান | ৩০ অক্টোবর ১৯৯৮ | ডান-হাতি | - |
পিনাক ঘোষ | ২০ জানুয়ারি ১৯৯৯ | বাম-হাতি | - |
নিহাদুজ্জামান | ২৬ আগস্ট ১৯৯৬ | ডান-হাতি | স্লো বাম-হাতি অর্থোডক্স |
সাঈদ সরকার | ৫ মে ১৯৯৭ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক |
রিফাত প্রধান | ৯ আগস্ট ১৯৯৭ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম |
মোহাম্মদ সাইফুদ্দিন | ১ নভেম্বর ১৯৯৬ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম ফাস্ট |
আবু হায়দার | ১৪ ফেব্রুয়ারি ১৯৯৬ | ডান-হাতি | বাম-হাতি ফাস্ট মিডিয়াম |
মেহেদি হাসান রানা | ১ জানুয়ারি ১৯৯৭ | বাম-হাতি | বাম-হাতি মিডিয়াম ফাস্ট |
শামসুল রাব্বানী (অ) | ২৬ ডিসেম্বর ২০০১ | ডান-হাতি | ডান-হাতি ফাস্ট |
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পারফরমেন্স
বছর | স্বাগতিক | ফলাফল |
---|---|---|
১৯৮৮ | ![]() |
অংশগ্রহণ করেনি |
১৯৯৮ | ![]() |
প্লেট চ্যাম্পিয়ন |
২০০০ | ![]() |
১০ম |
২০০২ | ![]() |
১১তম |
২০০৪ | ![]() |
প্লেট চ্যাম্পিয়ন |
২০০৬ | ![]() |
৫ম স্থান |
২০০৮ | ![]() |
৭ম স্থান |
২০১০ | ![]() |
প্লেট চ্যাম্পিয়ন |
২০১২ | ![]() |
৭ম স্থান |
২০১৪ | ![]() |
প্লেট চ্যাম্পিয়ন |
২০১৬ | ![]() |
৩য় স্থান |
তথ্যসূত্র
- "LIST OF BANGLADESH YOUTH ODI MATCHES"। ক্রিকেটআর্কাইভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.