বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা

বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জ্ঞান, প্রজ্ঞা ও প্রযুক্তি এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়। এটি কুমিল্লার ময়নামতি সেনানিবাসে অবস্থিত।

বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়নামতি সেনানিবাস, কুমিল্লা
বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লার লোগো
অন্যান্য নাম
BAIUST
ধরন(সেনাবাহিনী নিয়ন্ত্রিত)
স্থাপিত১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউজিসি অনুমোদিত
আচার্যআব্দুল হামিদ [1]
উপাচার্যব্রিগডিয়ার জেনেরাল কে এম সালজার হোসাইন,এনডিসি,পিএসসি[2]
শিক্ষার্থী১৫০০
ঠিকানা
ময়নামতি ক্যান্টনমেন্ট, কুমিল্লা, বাংলাদেশ
, ,
শিক্ষাঙ্গনশহীদ মোস্তফা কামালে গেট, কুমিল্লা সেনানিবাস
ওয়েবসাইটwww.baiust.edu.bd

অনুষদ

সকল বিভাগে ৪ বছর মেয়াদী আন্ডারগ্র্যাজুয়েট বি.এসসি. প্রকৌশল কোর্স[3] এবং বি.এ.(অনার্স) কোর্স চালু রয়েছে:

  • কম্পিউটার ও ইলেকট্রিক্যাল প্রকৌশল অনুষদ - ইইইতে বিজ্ঞান স্নাতক, সিএসইতে বিজ্ঞান স্নাতক।
  • পুরকৌশল অনুষদ - সিইতে বিজ্ঞান স্নাতক
  • ব্যবসা স্কুল - ব্যবসা প্রশাসনে স্নাতক
  • বিজ্ঞান ও মানবিক অনুষদ - ইংরেজি স্নাতক (সম্মান) ইংরেজি

অবস্থান

বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা থেকে পশ্চিমে[4] ময়নামতি সেনানিবাসের শহীদ মোস্তফা কামাল গেটে অবস্থিত।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.