বাঁশবনের তিতির
বাঁশবনের তিতির মাঝারি আকারের ভূচর পাখি। পৃথিবীর সব বাঁশবনের তিতির বাম্বুসিকোলা (Bambusicola) গণের অন্তর্গত। এই গণে মাত্র দুইটিটি প্রজাতি অন্তর্ভুক্ত এবং প্রজাতি দুইটি চীন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত। প্রজাতি দুইটি হল:
- পাহাড়ি বাঁশবনের তিতির, Bambusicola fytchii
- চীনের বাঁশবনের তিতির, Bambusicola thoracicus
বাঁশবনের তিতির Bambusicola fytchii | |
---|---|
![]() | |
পাহাড়ি বাঁশবনের তিতির | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Galliformes |
পরিবার: | Phasianidae |
উপপরিবার: | Perdicinae |
গণ: | Bambusicola Gould, 1863 |
প্রজাতি | |
২ প্রজাতি, নিবন্ধ দেখুন |
চীনে পাওয়া মায়োসিন যুগের শেষের দিকের প্রস্তরখণ্ডে বাঁশবনের তিতিরের জীবাশ্ম পাওয়া গেছে। এ সকল জীবাশ্ম প্রমাণ করে যে এদের উৎপত্তি পঞ্চাশ লক্ষ বছরেরও আগে হয়েছিল।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.