বলবর্মণ
বলবর্মণ (রাজত্বকাল ৩৯৮-৪২২ খ্রিস্টাব্দ) কামরূপ রাজ্য শাসনকারী বর্মণ রাজবংশের তৃতীয় রাজা ছিলেন।
বলবর্মণ | |
---|---|
কামরূপ রাজ | |
রাজত্বকাল | ৩৯৮-৪২২ খ্রিস্টাব্দ |
পূর্বসূরি | সমুদ্রবর্মণ |
উত্তরসূরি | কল্যাণবর্মণ |
দাম্পত্যসঙ্গী | রত্নাবতী |
সন্তানাদি | কল্যাণবর্মণ অমৃতপ্রভা |
রাজবংশ | বর্মণ রাজবংশ |
পিতা | সমুদ্রবর্মণ |
মাতা | দত্তা দেবী |
পরিচিতি
আসামের নিধানপুর অঞ্চল থেকে প্রাপ্ত ভাস্করবর্মণের তাম্রলিপিগুলি থেকে বর্মণ রাজবংশের রাজা সমুদ্রবর্মণ ও তাঁর রাণী দত্তা দেবীর পুত্র বলবর্মণের নাম জানা যায়। তাঁর পত্নীর নাম ছিল রত্নাবতী ও পুত্রের নাম ছিল কল্যাণবর্মণ।[1] রাজতরঙ্গিনী গ্রন্থে বলবর্মণের কন্যা রাজকুমারী অমৃতপ্রভার স্বয়ম্বর সভার বিস্তৃত বর্ণনা রয়েছে, যেখানে আর্য্যাবর্তের বিভিন্ন রাজ্যের রাজকুমারদের মধ্যে তিনি কাশ্মীরের গোনন্দ রাজবংশের রাজা মেঘবাহনকে বিবাহ করেন।
তথ্যসূত্র
- Sharma, Mukunda Madhava (১৯৭৮)। Inscriptions of Ancient Assam। Gauhati University, Assam।
বলবর্মণ | ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী সমুদ্রবর্মণ |
কামরূপ রাজ্য ৩৯৮-৪২২ খ্রিস্টাব্দ |
উত্তরসূরী কল্যাণবর্মণ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.