কল্যাণবর্মণ

কল্যাণবর্মণ (রাজত্বকাল ৪২২-৪৪৬ খ্রিস্টাব্দ) কামরূপ রাজ্য শাসনকারী বর্মণ রাজবংশের চতুর্থ রাজা ছিলেন।

কল্যাণবর্মণ
কামরূপ রাজ
রাজত্বকাল৪২২-৪৪৬ খ্রিস্টাব্দ
পূর্বসূরিবলবর্মণ
উত্তরসূরিগণপতিবর্মণ
দাম্পত্যসঙ্গীগন্ধর্ববতী
সন্তানাদিগণপতিবর্মণ
রাজবংশবর্মণ রাজবংশ
পিতাবলবর্মণ
মাতারত্নাবতী

পরিচিতি

আসামের নিধানপুর অঞ্চল থেকে প্রাপ্ত ভাস্করবর্মণের তাম্রলিপিগুলি থেকে বর্মণ রাজবংশের রাজা বলবর্মণ ও তাঁর রাণী রত্নাবতীর পুত্র কল্যাণবর্মণের নাম জানা যায়। তাঁর পত্নীর নাম ছিল গন্ধর্ববতী ও পুত্রের নাম ছিল গণপতিবর্মণ[1] ঐতিহাসিকদের মতে ডবাক রাজ্য কল্যাণবর্মণের রাজত্বকালে কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত হয়।[n 1][n 2]

পাদটীকা

  1. As regards the eastern limits of the kingdom, Davaka was absorbed within Kamarupa under Kalyanavarman and the outlying regions were brought under subjugation by Mahendravarman.[2]:৪৭
  2. It is presumed that (Kalyana Varman) conquered Davaka, incorporating it within the kingdom of Kamarupa[3]

তথ্যসূত্র

  1. Sharma, Mukunda Madhava (১৯৭৮)। Inscriptions of Ancient Assam। Gauhati University, Assam।
  2. Choudhury, P. C. (১৯৫৯)। The History of Civilization of the People of Assam to the Twelfth Century AD। Department of History and Antiquarian Studies, Gauhati, Assam।
  3. Puri, Brij Nath (১৯৬৮)। Studies in Early History and Administration in Assam। Gauhati University।
কল্যাণবর্মণ
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
বলবর্মণ
কামরূপ রাজ্য
৪২২-৪৪৬ খ্রিস্টাব্দ
উত্তরসূরী
গণপতিবর্মণ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.