বন্ধন ব্যাঙ্ক
বন্ধন ব্যাঙ্ক হল ভারত এর বেসরকারি ব্যাঙ্ক।এর সদর দপ্তর পশ্চিমবঙ্গ এর কলকাতায় অবস্থিত।২০০১ সাল থেকে এটি ক্ষুদ্র ঋনের সংস্থা হিসাবে চালু ছিল।২০১৪ সালে সংস্থাটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কিং অনুমদন পায় এবং ২০১৫ সালে সংস্থাটি বেসরকারি ব্যাঙ্ক হিসাবে চলা শুরু করে ।বর্তমানে ভারতবর্ষে ব্যাঙ্কটির ৫০১ টির বেশি শাখা রয়েছে ।ব্যাঙ্কটিতে মোট কর্মচারির সংখা ১৯,৫০০ জন।বর্তমানে (২০১৬) ব্যাঙ্কের মোট আমানতের পরিমান হয়েছে ১৩,০০০ কোটি (₹) টাকা।
"আপনার ভাল,সবার ভাল" (আপকি ভালা,সাবকি ভালা) | |
বেসরকারি ব্যাঙ্ক | |
শিল্প | ব্যাঙ্কিং , ফিনান্সিয়াল সারভিস |
প্রতিষ্ঠাকাল | ২০০১ |
প্রতিষ্ঠাতাসমূহ | চন্দ্র শেখর ঘোষ |
সদরদপ্তর | কলকাতা,পশ্চিমবঙ্গ,ভারত |
বাণিজ্য অঞ্চল | ভারত |
প্রধান ব্যক্তি | অশোক লাহিরী (সিএম), চন্দ্র শেখোর ঘোষ (এমডি) |
পণ্যসমূহ | কৃষি ঋণ,ক্ষুদ্র ঋণ,এমএসএমই ঋণ |
কর্মীসংখ্যা | ১৯,৫০০ |
ওয়েবসাইট | bandhanbank |
তথ্যসূত্র
- to Focus on Deposit in initial Years.NDTV.২৬-০২-২০১৫.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.