বড়বিলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়

বড়বিলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় (ইংরেজি: Borobilarpar Govt. Primary School) বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।[1]

বড়বিলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
Borobilarpar Govt. Primary School
বড়বিলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
অবস্থান
ময়মনসিংহ সদর উপজেলা,
ময়মনসিংহ
বাংলাদেশ
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি বিদ্যালয় প্রাথমিক
স্থাপিত১৯৪৪
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলাময়মনসিংহ
সেশনজানুয়ারি - ডিসেম্বর
অনুষদ
শিক্ষকমণ্ডলী১০
লিঙ্গবালক-বালিকা
শিক্ষার্থী সংখ্যা৫০০ জন প্রায়
শ্রেণী১-৫
শিক্ষাদানের মাধ্যমজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষার মাধ্যমবাংলা-মাধ্যম শিক্ষা
ভাষাবাংলা
আয়তন১.৫ একর
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক

ইতিহাস

বড়বিলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থানীয় শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের উদ্যাগে ১৯৪৪ সালে প্রতিষ্ঠা লাভ করে।

বর্ণনা

বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলা এলাকায় অবস্থিত। বিদ্যালয়ে সকল ধর্মের বালক বালিকাদের অধ্যয়নের সুয়োগ রয়েছে। বিদ্যালয়টি দুইটি ভবন নিয়ে গঠিত। বিদ্যালয়ের সামনে রয়েছে একটি খেলার মাঠ।

শিক্ষক ও ছাত্র

বিদ্যালয়টিতে শিক্ষক আছেন ৬ জন এবং ছাত্রছাত্রী আছে প্রায় ৩৫০ জন।[1]

অর্জন

কৃতী শিক্ষার্থী

আরও দেখুন

  • ময়মনসিংহ জেলার বিদ্যালয়সমূহের তালিকা

তথ্যসূত্র

  1. "বড় বিলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়"। DashboardunionN.। সংগ্রহের তারিখ ডিসেম্বর ০৬, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.