বঙ্গদেশের নামসমূহ

অধুনা বঙ্গ বা বাংলা ভূমি ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত ছিল , যা সুপ্রাচীন রাজ্য ও জনবসতি থেকে উদ্ভূত হয়।

ইতিহাস

বাংলা বা বেঙ্গল শব্দগুলির আদি উৎস অজ্ঞাত, কিন্তু বিশ্বাস করা হয় যে শব্দটি বং অথবা বাং নামক একটি দ্রাবিড়ীয়-ভাষী উপজাতি বা গোষ্ঠী থেকে উদ্ভূত হয়েছে। বং জাতিগোষ্ঠী ১০০০ খ্রিস্টপূর্বের দিকে এই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন।[1]

অন্য তত্ত্ব বলছে যে শব্দটির উৎপত্তি ভাঙ্গা (বঙ্গ) শব্দ থেকে হয়েছে, যেটি অস্ট্রীয় শব্দ "বঙ্গা" থেকে এসেছিল, অর্থাৎ অংশুমালী। শব্দটি ভাঙ্গা এবং অন্য শব্দ যে বঙ্গ কথাটি অভিহিত করতে জল্পিত (যেমন অঙ্গ) প্রাচীন ভারতীয় গ্রন্থে পাওয়া যায়, যেমনঃ বেদ, জৈন গ্রন্থে, মহাভারত এবং পুরাণে। "ভাঙ্গালা" (বঙ্গাল/বঙ্গল)-এর সবচেয়ে পুরনো উল্লেখ রাষ্ট্রকূট গোবিন্দ ৩-এর নেসারি প্লেট্‌সে উদ্দিষ্ট (৮০৫ খ্রিস্ট-আগে) যেখানে ভাঙ্গালার রাজা ধর্মপালের বৃত্তান্ত লেখা আছে।[2]

আধুনিক নামসমূহ

  • ভৌগলিক নাম:
    • বাঙ্গালাহ
    • বেঙ্গালাহ
    • বেঙ্গল
    • বাংলা
    • বঙ্গ
  • ভাষাগত নাম:
    • বাংলাদেশ/বঙ্গদেশ
    • বাংলাভূমি/বঙ্গভূমি
    • বাংলারাজ্য/বঙ্গরাজ্য
    • বাংলারাষ্ট্র/বঙ্গরাষ্ট্র
    • অসমবঙ্গ/অসমবাংলা
  • রাজনৈতিক নাম:
    • পূর্ববঙ্গ
    • পশ্চিমবঙ্গ
    • ঈশানবাংলা/ঈশানবঙ্গ
    • বৃহত্তর বাংলাদেশ/বৃহৎ বাংলাদেশ/মহাবাংলা/মহাবঙ্গ/বিশাল বাংলা
    • অবিভক্তবঙ্গ/যুক্তবাংলা

ভৌগলিক প্রভেদ

ঐতিহাসিক নামসমূহ

  • বঙ্গা
  • বাং
  • ভাঙ্গা
  • ভাঙ্গালাদেসা/ ভাঙ্গাদেসাম
  • গৌড়/ গৌড়া ভাঙ্গা
  • বাঙ্গালা/ শাহী বাঙ্গালা
  • সুবাহ- ই- বাঙ্গালা
  • বেঙ্গালা
  • বেঙ্গালেন
  • বেঙ্গল প্রেসিডেন্সি

বিশেষণ

  • বাংলা
  • বাঙালি
  • বঙ্গীয়
  • বাংলাদেশি
  • বাঙাল
  • বঙ্গবাসী
  • বঙ্গদেশীয়

অন্যান্য নাম

  • গঙ্গাহৃদ/ গঙ্গাঋদ্ধি/ গঙ্গারাষ্ট্র
  • গৌড় রাজ্য

বঙ্গের ডাকনাম

  • সোনার বাংলা
  • রূপসী বাংলা
  • শ্যামল বাংলা
  • এপার বাংলা
  • ওপার বাংলা
  • ভারতীয় বাংলা
  • পদ্মাপাড়
  • নদীমাতৃক দেশ
  • হাজার নদীর দেশ

আরোও দেখুন

  • বাংলা

তথ্যসূত্র

  1. জেমস হাইট্‌স্‌ম্যান ও রবার্ট এল. ওয়ার্ডেন, সম্পাদক (১৯৮৯)। "Early History, 1000 B. C.-A. D. 1202"। Bangladesh: A country study (ইংরেজি ভাষায়)। লাইব্রেরি অফ কংগ্রেস।
  2. "Vangala"বাংলাপিডিয়া (ইংরেজি ভাষায়)। এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.