ফ্রম ডাস্ক টিল ডন

ফ্রম ডাস্ক টিল ডন (ইংরেজি: From Dusk Til Dawn ফ্রম্‌ ডাস্ক্‌ টিল্‌ ডন্‌ অর্থাৎ "সন্দ্যা থেকে ভোর পর্যন্ত") রবার্ট রোদ্রিগেস পরিচালিত এবং কুয়েন্টিন টারান্টিনো রচিত ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন/হরর চলচ্চিত্র। এর অভিনয়শিল্পীরা হলেন জর্জ ক্লুনি, হার্ভে কিটেল, কোয়েন্টিন টারান্টিনো, জুলিয়েট লুইস প্রমুখ।

কুয়েন্টিন টারান্টিনোর চলচ্চিত্র
পরিচালনা: মাই বেস্ট ফ্রেন্ড্‌স বার্থডে রেজারভোয়ার ডগ্‌স পাল্প ফিকশন ফোর রুম্‌স জ্যাকি ব্রাউন কিল বিল গ্রাইন্ড হাউস ইনগ্লোরিয়াস বাস্টার্ড্‌স
চিত্রনাট্য: ট্রু রোমান্স ন্যাচারাল বর্ন কিলার্‌স ফ্রম ডাস্ক টিল ডন
ফ্রম ডাস্ক টিল ডন
পরিচালকরবার্ট রোদ্রিগেস
প্রযোজকরবার্ট রোদ্রিগেস
কুয়েন্টিন টারান্টিনো
লরেন্স বেন্ডার
রচয়িতাগল্প:
রবার্ট কার্টজম্যান
চিত্রনাট্য:
কুয়েন্টিন টারান্টিনো
শ্রেষ্ঠাংশেজর্জ ক্লুনি
হার্ভে কিটেল
কুয়েন্টিন টারান্টিনো
জুলিয়েট লুইস
চিচ মেরিন
ফ্রেড উইলিয়ামসন
টম সেভেনাই
সালমা হায়েক
সুরকারগ্রায়েম রেভেল
পরিবেশকমিরাম্যাক্স
মুক্তি জানুয়ারি ১৯, ১৯৯৬
দৈর্ঘ্য১০৮ মিনিট
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৯ মিলিয়ন মার্কিন ডলার
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.