ফেলুদা (তথ্যচিত্র)

ফেলুদাঃ ফিফটি ইয়ারস অফ রে'স ডিটেকটিভ একটি বাংলা তথ্যচলচ্চিত্র। এটির পরিচালক এবং প্রযোজক সাগ্নিক চ্যাটার্জি। সত্যজিৎ রায় সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ফেলুদার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি প্রথমে চলচ্চিত্রটি ২০১৭ সালে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে ও পরে ৭ জুন ২০১৯ সালে মুক্তি পায়।[1] ভারতের কোনো কাল্পনিক চরিত্রের ওপর প্রথম নির্মিত ছবি ফেলুদাঃ ফিফটি ইয়ারস অফ রে'স ডিটেকটিভ।[2][3]

ফেলুদা : ফিফটি ইয়ারস অফ রে'স ডিটেকটিভ
চিত্র:ফেলুদা (তথ্যচিত্র).jpg
ফেলুদা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসাগ্নিক চ্যাটার্জি
প্রযোজকসাগ্নিক চ্যাটার্জি
উৎসসত্যজিৎ রায় সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ফেলুদা
মুক্তি৭ জুন ২০১৯

কাহিনী

ফেলুদা একটি জনপ্রিয় বাংলা বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র যার সৃষ্টিকর্তা সত্যজিৎ রায়। সন্দেশে প্রকাশিত ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে ১৯৬৫ সালে প্রথম ফেলুদা বা প্রদোষ চন্দ্র মিত্র আত্মপ্রকাশ করেন। ফেলুদার সৃষ্টিকাল ২০১৭ সালে ৫০ বছর পূর্ণ হওয়ার পরে এই চলচ্চিত্রটি প্রকাশ হয়। এতে ফেলুদার চলচ্চিত্র, কাহিনীগুলির ইতিহাস, লেখক-পরিচালক সত্যজিৎ রায় সহ অন্যান্য অভিনেতাদের সাক্ষাৎকার, আঁকা ছবি, অডিও ক্লিপিং ইত্যাদিকে ধরে রাখা হয়েছে।[4]

অভিনয়

তথ্যসূত্র

  1. Joshi, Namrata (২০১৭-০৪-২৯)। "Feluda was Ray, Ray was Feluda"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩
  2. সংবাদদাতা, নিজস্ব। "৫০ বছর পর কেমন আছে সত্যজিতের ফেলুদা?"anandabazar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪
  3. "নস্টালজিয়া, একই সঙ্গে জরুরি ডকুমেন্টেশন সাগ্নিকের 'ফেলুদা'"unishkuri.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪
  4. "৫০ পেরিয়ে ফেলুদাকে আবারও চেনা"Eisamay। ২০১৯-০৬-১১। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.