ফুলতি গিদালি
ফুলতি গিদালি (১৯১১ - ২০১৯) একজন ভারতীয় লোকসঙ্গীত শিল্পী ছিলেন। তিনি "ষাইটোল সম্রাজ্ঞী" নামে পরিচিত ছিলেন।[1][2]
ফুলতি গিদালি | |
---|---|
জন্ম | ১৯১১ |
মৃত্যু | ২২ আগস্ট ২০১৯ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | লোকসঙ্গীত শিল্পী |
পুরস্কার | একাডেমি পুরস্কার (২০১০) বঙ্গরত্ন (২০১৩) |
জীবনী
ফুলতি গিদালি ১৯১১ সালে জন্মগ্রহণ করেন।[1][2] তিনি "ষাইটোল" (ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার এক ধরনের লোকসঙ্গীত) গাইতেন। ষাইটোল গানে তার অবদানের জন্য ২০১০ সালে তাকে একাডেমি পুরস্কার প্রদান করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।[1][2] এরপর ২০১৩ সালে তাকে বঙ্গরত্ন সম্মাননা প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার।[1][2] তিনি ২০১৯ সালের ২২ আগস্ট ১০৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[1][2]
তথ্যসূত্র
- "প্রয়াত হলেন বঙ্গরত্ন পুরষ্কার প্রাপ্ত কোচবিহারের ষাইটোল সম্রাজ্ঞী ফুলতি গিদালি"। খবরিয়া ২৪। ২২ আগস্ট ২০১৯। ২৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- "প্রয়াত কোচবিহারের ষাইটোল সম্রাজ্ঞী ফুলতি গিদালি"। ইটিভি ভারত। ২৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.