ফুটবল ক্লাব বার্সেলোনা সি
ফুটবল ক্লাব বার্সেলোনা "সি" ছিল একটি স্পেনীয় ফুটবল দল, যা ২০০৭ সালের ২ জুলাই আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে দেওয়া হয়। এটি এফসি বার্সেলোনার যুব দল, এটি তাদের নিজস্ব মাঠ মিনি এস্তাদিতে খেলে থাকে।
পূর্ণ নাম | ফুটবল ক্লাব বার্সেলোনা সি | ||
---|---|---|---|
ডাকনাম | Barça | ||
প্রতিষ্ঠিত | ১৯৬৯ | ||
বিঘটিত | ২ জুলাই ২০০৭ | ||
মাঠ | মিনি এস্তাদি, বার্সেলোনা, কাতালনিয়া, স্পেন | ||
ধারণক্ষমতা | ১৫,২৭৬ | ||
সভাপতি | জোয়ান লাপোর্তা | ||
প্রধান কোচ | সার্জিও লোবেরা | ||
লীগ | 3ª – Group 5 | ||
২০০৬–০৭ | 3ª – Group 5, ১৩তম | ||
|
এটি ১৯৬৭ সালে বার্সেলোনা এমাচার হিসাবে প্রতিষ্ঠিত হয়, পরে ১৯৯৩ সালে এফসি বার্সেলোনা সি নামে পুনঃনামকরণ করা হয়।
এফ বার্সেলোনা সি তাদের ম্যাচ খেলে ফোরথ ডিভিশনে। তারা তৃতীয় বিভাগ ফুটবলের জন্য অযোগ্য হয়, এই বিভাগে এফসি বার্সেলোনা বি হিসাবে তারা খেলেন। বি দলকে চতুর্থ বিভাগের জন্য নির্ধারণ করার পর, ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা প্রিমেরা কাতালানা ২০০৭–০৮ মৌসুমের জন্য দলটিকে তালিকাভুক্ত করেন নি।[1]
সম্মাননা
- জেনেরালিতাত কাপ: ১৯৮৪
- চতুর্থ বিভাগ: ১৯৮৩–৮৪, ১৯৮৬–৮৭, ১৯৯৭–৯৮
মৌসুম থেকে মৌসুম
|
|
- ৫ মৌসুম সেগুন্দা ডিভিশন বি-এ
- ২৫ মৌসুম টেরসেরা ডিভিশন-এ
তথ্যসূত্র
- "El Barcelona C desaparece del mapa" [Barcelona C disappears off the map] (Spanish ভাষায়)। Marca। ৩ জুলাই ২০০৭। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০০৭।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.