ফাওয়াজ আল-কারনি

ফাওয়াজ আল-কারনি (আরবি: فواز القرني; জন্ম: ২ এপ্রিল ১৯৯২) হলেন সৌদি আরবের একজন পেশাদার ফুটবলার, যিনি সৌদি পেশাদার লীগের ক্লাব আল-ইতিহাদ এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

ফাওয়াজ আল-কারনি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফাওয়াজ আল-কারনি
জন্ম (1992-04-02) ২ এপ্রিল ১৯৯২
জন্ম স্থান জেদ্দা, সৌদি আরব
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আল-ইতিহাদ
জার্সি নম্বর ২২
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
আল-ইতিহাদ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১১– আল-ইতিহাদ ৬১ (০)
জাতীয় দল
২০১২– সৌদি আরব (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৯ আগস্ট ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

ফাওয়াজ ২০১২ সালের ৬ আগস্ট তারিখে, আল ইত্তিফাকের বিরুদ্ধে আল-ইতিহাদের হয়ে অভিষেক করেন। তার অভিষেক ম্যাচে তার দল ৩–০ গোলে জয়লাভ করে।[1]

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১২ সালের ৯ ডিসেম্বর তারিখে, ফাওয়াজ সৌদি আরব জাতীয় দলের হয়ে অভিষেক করেন, উক্ত ম্যাচে তার দল ইরানে সাথে ০–০ গোলে ড্র করে।[2]

সম্মাননা

আল ইতিহাদ

  • কিং কাপ অফ চ্যাম্পিয়ন্স: ২০১২–১৩[3]
  • ক্রাউন প্রিন্স কাপ : ২০১৬-১৭[4]

তথ্যসূত্র

  1. "AL ITTIHAD VS. AL ITTIFAQ 3 - 0"Soccerway। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৪
  2. "Iran 0 - 0 Saudi Arabia"Soccerway। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৪
  3. "Fawaz Al Qarni"Soccerway। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৪
  4. "KSA: Deputy King attends Crown Prince's Football Cup final"www.gdnonline.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.