ফলের তালিকা

ফল শব্দটি বিভিন্ন পরিস্থিতে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। যেমন খাবার তৈরিতে এবং আর জীববিজ্ঞানে ব্যবহৃত ফল শব্দটি সমার্থক নয়। ফল বলতে কোন সপুষ্পক উদ্ভিদ, যা বীজ ছড়ায়। এ বীজ গাছে থাকলে তাকে অনেক সময় ফল বলা যায় আবার বীজ ফলের মধ্যও অবস্থান করে তবে সকল বীজই ফল হতে আসে না।[1] আবার কোনো কোন ফল ফুল থেকে নাও হতে পারে।

আপেল ও আপেলজাতীয়

A basket full of apples
Different pear varieties

In this list, Pomes include any fruit which has its seeds arranged in a star-like pattern. These fruits may be crunchy and have an inedible core. (This includes berry-sized fruits.)

Common name বৈজ্ঞানিক নাম Cultivar list
আপেল Malus pumila Apple cultivars
চাইনিজ কুইন্স Pseudocydonia sinensis
চকবেরি Aronia melanocarpa
কোকি আপেল Planchonia careya
Crataegus aestivalis Crataegus aestivalis
Hawthorn Crataegus rhipidophylla
Jagua Genipa americana
Loquat Eriobotrya japonica
Lovi-lovi Flacourtia inermis
Medlar Mespilus germanica
Niedzwetzky's apple Malus niedzwetzkyana
Pear Pyrus communis Pear cultivars
Quince Cydonia oblonga
Ramontchi Flacourtia indica
Rose hip Rosa rugosa
Rowan Sorbus aucuparia
Sapodilla Manilkara zapota
Serviceberry Amelanchier alnifolia
Shipova × Sorbopyrus irregularis
Sorb Sorbus domestica
Southern crabapple Malus angustifolia
Toyon Heteromeles arbutifolia

আঁটি ও শাঁসযুক্ত রসালো ফল

লেবু ও লেবুজাতীয়

জাম ও জামজতীয়

ফুটি ও ফুটিজাতীয়

ক্রান্তীয় ও গ্রীষ্মমণ্ডলীয় ফল

ফলের তালিকা

নামছবিঅন্য নাম
লেবু
দেশী লেবু
লেবুকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় কাগজি বা জামির বলে ডাকা হয়।
কমলা লেবু
কুলঅন্য নামে 'বরই' হিসেবে পরিচিত
কলা
কাঁঠাল
আম
লিচু
জাম্বুরাঅন্য নামে 'বাতাবি লেবু' হিসেবে পরিচিত
বেল (ফল)
কৎ বেল
আতাএটি শরিফা, নোনি নামে পরিচিত
ফুটিঅন্য নামে 'বঙ্গী' ও চিনাল হিসেবে পরিচিত
গাবঅন্য নামে 'বিলাতি গাৰ' হিসেবে পরিচিত
তরমুজ
নারকেলবিকল্প নাম নারিকেল, 'নারকোল'
পেয়ারা
লাল 'পেয়ারা'-কে 'রেড আপেল' বলা হয়
বিলিম্বি'বিলিম্বি' ফল কামরাঙ্গা ফলের মতো
আমড়া
কামরাঙ্গা
বেদানাঅন্য নামে 'বেদানা' হিসেবে পরিচিত
আপেল
পেঁপে
মাল্টাবারি মাল্টা
আমলকি
রামবুটান'লিচু' ও 'লঙ্গান' গ্রীষ্মকালের ফলের মতই সাদৃশ্য রয়েছে
চালতা
জামরুল
সাতকরাঘ্রাণযুক্ত 'লেবু' জাতীয় টক ফল
আনারস
তেঁতুল
রুটেসিসাইট্রাস বা লেবু-কমলা লেবু জাতীয় ফল
গোলাপজাম
জলপাই

তথ্যসূত্র

  1. Lewis, Robert A. (জানুয়ারি ১, ২০০২)। CRC Dictionary of Agricultural SciencesCRC Press। পৃষ্ঠা 375–376। আইএসবিএন 0-8493-2327-4।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.