প্রোপিন

প্রোপিন একটি এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এর সমগোত্রীয় শ্রেণীর অনুতে কার্বন=কার্বন দ্বিবন্ধন (C=C) বিদ্যমান। প্রোপিন সাধারণভাবে অ্যা

প্রোপিন
নামসমূহ
ইউপ্যাক নাম
প্রোপিন
শনাক্তকারী
সিএএস নম্বর
ত্রিমাত্রিক মডেল (জেমল)
সিএইচইবিআই
সিএইচইএমবিএল
কেমস্পাইডার
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০০৩.৬৯৩
কেইজিজি
পাবকেম CID
আরটিইসিএস নম্বর UC6740000
ইউএন নম্বর 1077
In Liquefied petroleum gas: 1075
বৈশিষ্ট্য
C3H6
আণবিক ভর ৪২.০৮ g·mol−১
বর্ণ Colorless gas
ঘনত্ব 1.81 kg/m3, gas (1.013 bar, 15 °C)
613.9 kg/m3, liquid
গলনাঙ্ক − ,১৮৫.২ °সে (−৩০১.৪ °ফা; ৮৮.০ K)
স্ফুটনাঙ্ক − ৪৭.৬ °সে (−৫৪ °ফা; ২২৬ K)
পানিতে দ্রাব্যতা
0.61 g/m3
সান্দ্রতা 8.34 µPa·s at 16.7 °C
গঠন
ডায়াপল মুহূর্ত 0.366 D (gas)
ঝুঁকি প্রবণতা
প্রধান ঝুঁকিসমূহ Highly flammable,
Asphyxiant
আর-বাক্যাংশ 12
এস-বাক্যাংশ 9-16-33
এনএফপিএ ৭০৪
4
1
1
ফ্ল্যাশ পয়েন্ট −১০৮ °সে (−১৬২ °ফা; ১৬৫ K)
সম্পর্কিত যৌগ
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
Y যাচাই করুন (এটি কি YN ?)
তথ্যছক তথ্যসূত্র

লকিন বা অলেফিনস নামে পরিচিত। লাতিন অলেফিনস মানে তৈল উৎপাদনকারী। এই যৌগগুলো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ডাইক্লোরাইড গঠন করে যা তৈলজাতীয় যৌগ।

CH3-CH = CH2 + Cl2 = CH2Cl-CH2Cl

এটি একটি মুক্ত শিকল অ্যালকিন।

সংকেত

  • প্রোপিনের রাসায়নিক সংকেতঃ C3H6

প্রোপিনের রাসায়নিক সংকেতঃ CH3-CH=CH2

উৎস

প্রকৃতিতে প্রাপ্ত

প্রোপিন দুই পদ্ধতিতে উৎপাদন করা যায়। ভাঙন বা ক্রাকিং পদ্ধতিতে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন থেকে এটি আহরণ করা হয়। আমেরিকায় প্রাকৃতিক গ্যাস এবং ইউরোপে অপরিশোধিত তেলের ন্যাপথা অংশ থেকে প্রোপিন পাওয়া যায়। করে।[1]

উচ্চ তাপমাত্রা ও চাপে প্রোপেনকে ভাঙলে প্রোপিন পাওয়া যায়। সেই সাথে কিছু এলকেনও উৎপন্ন হয়। প্রোপেন---> প্রোপিন + এলকেন

পরীক্ষাগারে প্রস্তুতি

পরীক্ষাগারে অধিক পরিমাণ গাঢ় সালফিউরিক এসিডের সাথে প্রোপানলকে উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয়। CH3-CH-OH + H2SO4 = CH3-CH=CH2 + (H2O + H2SO4)

শিল্পোৎপাদন পদ্ধতি

শিল্প কারখানায় প্রোপিন উৎপাদনে বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করা হয়।

অ্যালকোহল থেকে

প্রোপানলকে উচ্চ তাপমাত্রায় এলুমিনিয়াম অক্সাইডের উপর দিয়ে প্রবাহিত করলে প্রচুর পরিমাণে প্রোপিন উৎপন্ন হয়। এক্ষেত্রে এলুমিনা (AL2O3) নিরুদক হিসেবে কাজ করে।

প্রোপাইন থেকে

লেড এবং বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে প্রোপাইনএর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে প্রোপিন উৎপন্ন করে।

বৈশিষ্ট্য

স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয়, প্রোপিন প্রোপেনের ন্যায় অপোলার জৈব দ্রাবকে দ্রবনীয় কিন্তু পোলার দ্রাবক যেমন পানিতে অদ্রবনীয়। প্রোপিনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন অণু যুক্ত হয়ে প্রোপেন তৈরী করে।[2]

আরো পড়ুন

ব্যবহার

তথ্যসূত্র

  1. উচ্চ মাধ্যমিক রসায়ন, দ্বিতীয় পত্র, হাজারী এবং নাগ।
  2. উচ্চ মাধ্যমিক রসায়ন, দ্বিতীয় পত্র, ড. মোঃ রবিউল ইসলাম, ড. গাজী মোঃ আহসানুল কবীর, ড. মোঃ মনিমুল হক।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.