প্রেমযুদ্ধ (১৯৯৪-এর চলচ্চিত্র)

প্রেমযুদ্ধ হল জীবন রহমান পরিচালিত ১৯৯৪ সালের বাংলাদেশী প্রণয়মূলক মারপিঠধর্মী চলচ্চিত্র। ছবিটির কাহিনী লিখেছেন এনায়েত করিম এবং সংলাপ রচনা করেছেন বুড্ডা সরোয়ার। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, লিমা, শাহরুখ শাহ, প্রবীর মিত্র, শর্মিলী আহমেদ ও ডন।

প্রেমযুদ্ধ
প্রেমযুদ্ধ চলচ্চিত্রের পোস্টার
পরিচালকজীবন রহমান
রচয়িতাবুড্ডা সরোয়ার (সংলাপ)
কাহিনীকারএনায়েত করিম
উৎসকর্তৃক 
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
চিত্রগ্রাহকবাশির চৌধুরী বাচ্চু
সম্পাদকনাজির হাসান
পরিবেশকসজনী ফিল্মস ইন্টাঃ (প্রাঃ) লিঃ
মুক্তি
  • ২৩ ডিসেম্বর ১৯৯৪ (1994-12-23)[1]
দৈর্ঘ্য১৪৮ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৯৪ সালের ২৩শে ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায়।

কুশীলব

সঙ্গীত

প্রেমযুদ্ধ চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা এবং গীত রচনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ছবিতে "তুমি আমার জীবনে এক স্বপ্ন যেন" গানে কণ্ঠ দেন অভিনেতা সালমান শাহ নিজেই।[2]

গানের তালিকা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."ওগো মোর প্রিয়া"আহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুলআগুনকনক চাঁপা৪:৫০
২."তুমি আমার জীবন মরণ"আহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুলএন্ড্রু কিশোর ও কনক চাঁপা 
৩."তুমি আমার জীবনে এক স্বপ্ন যেন"আহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুলসালমান শাহ ও কনক চাঁপা 

তথ্যসূত্র

  1. "Archive Movie List - 1994"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮
  2. "গায়ক সালমান শাহ্'র গল্প (ভিডিও)"বাংলা ট্রিবিউন। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.