লিমা (অভিনেত্রী)
জীবনী
লিমা ১৯৯৪ সালে সালমান শাহের বিপরীতে প্রেমযুদ্ধ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[1] এর পরের বছর সালমান শাহ-লিমা জুটির কন্যাদান চলচ্চিত্রটি মুক্তি পায়।[1] নব্বই দশকের শেষদিকে চলচ্চিত্রাঙ্গন থেকে সরে যান লিমা।[2] এরপর তিনি নিউমার্কেট ও মোহাম্মদপুরে বিউটি পার্লার ব্যবসার সাথে যুক্ত হন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।[2]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
- প্রেমযুদ্ধ[2]
- কন্যাদান[2]
- জজ ব্যারিস্টার[3]
তথ্যসূত্র
- "হারিয়ে যাওয়া নায়িকারা"। ইত্তেফাক। ১৪ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- "সালমান শাহের নায়িকারা এখন কে কোথায়?"। জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- "চলচ্চিত্র"। কালের কণ্ঠ। ৮ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.