প্রয়াগ ফিল্ম সিটি

প্রয়াগ ফিল্ম সিটি বা চন্দ্রকোনা ফিল্ম সিটি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় অবস্থিত একটি ফিল্ম সিটি।এটি কলকাতা থেকে ১৬৫ কিলোমিটার দূরে চন্দ্রকোনা রোডের পাশে অবস্থিত।২৭০০ একর বা ১০ বর্গকিলোমিটার এর বেশি যায়গা নিয়ে এটি গড়ে তোলা হয়েছে।আয়তনের নিকদিয়ে এটি বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি[1] এটির নির্মাণ শুরু করে ২০০৯ সালে প্রয়াগ গোষ্ঠি।এর নির্মাণ নকসা তৈরি করেছেন নিতিস রয়।২০১২ সালে এর প্রথম দফার নির্মাণ শেষ হয় এবং ২০১২ সালের ১৫ এপ্রিল এই ফিল্ম সিটির উদ্ভদোনসকরেন বলিউড এর বিখ্যাত অভিনেতা শাহরুখ খান[2] ফিল্ম সিটি এর নির্মাণে ব্যয় করা হয়েছে ₹১০ বিলিয়ন ($১৫০ মিলিওয়)।

প্রয়াগ ফিল্ম সিটি
বেসরকারি সংস্থা
শিল্পমোসান পিকচার
প্রতিষ্ঠাকাল১৫ এপ্রিল ২০১২
সদরদপ্তরচন্দ্রকোনা,  ভারত
প্রধান ব্যক্তি
বাসুদেব বাগচি
মূল প্রতিষ্ঠানপ্রয়াগ গোষ্ঠী

তথ্যসূত্র

  1. "বিশ্বের বৃহত্তম প্রয়াগ ফিল্ম সিটির আত্মপ্রকাশ শাহরুখের হাতে"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ১৬-০৮-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Shah Rokh Khan suport Rs 1000 project"বাংলানিউজটয়েন্টিফোর.কম। ৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬-০৮-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.