প্রণীত ভাট
প্রণীত ভাট হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা যিনি শ্রেষ্ঠ মহাকাব্য টিভি সিরিজ মহাভারত (২০১৩-২০১৪ সাল) শকুনি চরিত্রে তার ভূমিকার জন্য পরিচিত।[1][2][3]
প্রণীত ভাট | |
---|---|
![]() | |
জন্ম | প্রণীত ভাট ২৬ সেপ্টেম্বর ১৯৮০ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | মডেল, অভিনেতা, প্রকৌশলী |
কার্যকাল | ২০০৪-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | কাঞ্চন শর্মা ভাট (২০১৫-বর্তমান) |
কে.কে. ওয়েগ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর, ভাট একটি সফটওয়্যার কোম্পানি, উইপ্রোতে কাজ করেন।[4][5]
ভাট ২০০২ সালে মুম্বাই স্থানান্তরিত হন,[5] এবং মডেলিং-এর পরে,[6] ২০০৪ সালে তিনি তার টেলিভিশন কর্মজীবন শুরু করেন,[5] এবং টেলিভিশন প্রোগ্রাম যথা কিত্নি মাস্ত হ্যায় জিন্দেগি, হোটেল কিংস্টন, কিটু সাব জান্তি হ্যায়, সসস..ফির কোই হ্যায় এবং কাজ্জল-এ তাকে দেখা যায়।
তিনি গীত (২০১০-২০১১ সালে) আদিত্য চরিত্রে অভিনয় করেন। তাকে পৌরাণিক কাহিনী মহাভারতের শকুনি চরিত্রেও অভিনয় করতে দেখা যায়।[1] ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি রিয়ালিটি শো বিগ বস অনুষ্ঠানে বিগ বস ৮ম মৌসুমে প্রতিযোগীদের একজন হিসেবে অংশ নেন। .[7]
২০১৫ সালের নভেম্বর মাসে তিনি তার দীর্ঘদিনের বান্ধবী কাঞ্চন শর্মাকে বিবাহ করেন। তার বিয়েতে মহাভারত এবং বিগ বসের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়ের উপস্থিত ছিলেন।
টেলিভিশন
বছর | শো | ভূমিকা | উৎস | |
---|---|---|---|---|
২০০৪ | কিত্নি মাস্ত হ্যায় জিন্দেগি | শেফান | ||
২০০৭ | কাজ্জল | বান্টি | ||
২০০৮ | আরশ্লান | শেফান | ||
২০০৭ | দিল্ মিল গায়ে | --
২০১১ পাইলট পর্ব |
ইস পেয়ার কো ক্যা নাম দু | |
২০১০–২০১১ | গীত | আদিত্য | ||
২০১২–২০১৩ | শুভ্রিন গুজ্ঞাল – ট্রপার অব দ্য ইয়ার | জলি | ||
২০১৩–২০১৪ | মহাভারত | শকুনি | ||
২০১৪ | বিগ বস ৮ | নিজেই - (প্রতিযোগী) | ৯১তম দিনে অবরোহণ, ২১ ডিসেম্বর ২০১৪ সালে। | |
২০১৫ | রাজিয়া সুলতান | কাশবি কালান্দার লাহ্হোরি | ||
২০১৭ | ত্রিদেভিয়া | কিলমিশ | ||
২০১৭ – বর্তমান | রিশ্তো কা চক্রব্যূহ | পুজান সিংহ | ||
২০১৭ – বর্তমান | পোরাস (বাংলায়ঃ পুরু বা রাজা পুরুষোত্তম) | দরায়ুস ৩য় |
তথ্যসূত্র
- Navya Malini (অক্টো ২৩, ২০১৩)। "Like lead actors, character actors too are paid well: Praneet Bhat"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩।
- "Then and now: How Mahabharat has got more slick and grand"। CNN-IBN। অক্টোবর ৭, ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩।
- Nikita Sharma (৬ সেপ্টেম্বর ২০১৪)। "Praneet Bhatt in Bigg Boss?"। Daily News & Analysis। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩।
- Reenu Dabas (আগস্ট ২৭, ২০১৩)। "Shakuni from Mahabharat is neither positive nor negative: Praneet Bhatt"। Daily Bhaskar। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩।
- Sana Riyaz (১২ সেপ্টেম্বর ২০১৩)। "'Glad that I am playing the role of Shakuni in Mahabharata'"। The Pioneer (newspaper)। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩।
- "Will Praneet Bhatt aka Shakuni of Mahabharat be the biggest mastermind of Bigg Boss 8?"। Daily Bhaskar। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩।
- "'Bigg Boss 8′ takes off"। The Indian Express। সেপ্টেম্বর ২২, ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-২২।
- "Indian Telly Awards 2014: Popular Awards"। Indian Telly Awards। ২০১৫-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৫।
- Resham Sengar (সেপ্টেম্বর ১২, ২০১৪)। "Indian Telly Awards 2014 – And the winners are…"। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৫।