রাজা পুরুষোত্তম

রাজা পুরুষোত্তম বা পুরু ( গ্রিকঃ Πῶρος - Pôros ) ছিলেন পৌরবের রাজা । এই প্রাচীন ভারতীয় রাজ্য ঝিলাম ( বিতস্তা ) ও চেনাব ( চন্দ্রভাগা ) নদীদ্বয়ের মধ্যে অবস্থিত ছিল । যা আধুনিক পাঞ্জাব, পাকিস্তান এবং বিপাশা নদীর অববাহিকার অন্তর্ভুক্ত ।[1] রাজা পুরুষোত্তম ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডারের সাথে বিতস্তার তীরে ( আধুনিক পাঞ্জাবের মং[2] ) যুদ্ধ করেন এবং পরাজিত হন । এরপর তিনি আলেকজান্ডারের অধীনে সামন্ত রাজা রূপে রাজত্ব করেন ।[3]

রাজা পুরুষোত্তম
পৌরব ও বিপাশা নদীর অববাহিকা পর্যন্ত বিস্তৃত রাজ্যের রাজা
আলেকজান্ডারের কাছে পুরুষোত্তমের আত্মসমর্পণ
রাজত্বকাল৩৪০ - ৩১৭ খ্রিস্টপূর্বাব্দ
জন্মস্থানপাঞ্জাব অঞ্চল
মৃত্যু৩১৭ খ্রিস্টপূর্বাব্দ
মৃত্যুস্থানপাঞ্জাব অঞ্চল
উত্তরসূরিমলয়কেতু (পুরুর ভাইয়ের পৌত্র)
রাজবংশপৌরব, যদুবংশী
ধর্মবিশ্বাসসনাতন বৈদিক ধর্ম

উৎস

  1. Arrian Anabasis of Alexander, V.29.2
  2. Nicaea (Punjab)
  3. p. xl, Historical Dictionary of Ancient Greek Warfare, J, Woronoff & I. Spence
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.