প্যাটি ম্যাকরম্যাক

প্যাট্রিসিয়া "প্যাটি" ম্যাকরম্যাক (ইংরেজি: Patricia "Patty" McCormack; জন্ম: প্যাট্রিসিয়া এলেন রুসো ২১ আগস্ট ১৯৪৫) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করে থাকেন।

পেটি ম্যাকরম্যাক
Petty Mccormack
জন্ম
প্যাট্রিসিয়া এলেন রুসো

(1945-08-21) ২১ আগস্ট ১৯৪৫
পেশাঅভিনেত্রী, গায়িকা
কার্যকাল১৯৫১-বর্তমান
দাম্পত্য সঙ্গীবব ক্যাটানিয়া (বি. ১৯৬৭–১৯৭২)

ম্যাকরম্যাক শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি নাট্যকার ম্যাক্সওয়েল অ্যান্ডারসনের ১৯৫৬ সালে মনস্তাত্ত্বিক নাট্যধর্মী দ্য ব্যাড সিড-এ রোডা পেনমার্ক চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি এই কাজের জন্য ব্রডওয়ে মঞ্চে এবং চলচ্চিত্রে প্রশংসিত হয়েছেন এবং মারভিন লেরয় পরিচালিত একই নামের চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[1] তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে শ্রেষ্ঠাংশে এবং পার্শ্ব চরিত্রে তার অভিনয় চালিয়ে যান, তন্মধ্যে উল্লেখযোগ্য হল প্লেহাউজ নাইটি-এ হেলেন কেলার চরিত্রে, এবিসি চ্যানেলের সিটকম দ্য রোপারস-এ জেফ্রি ট্যাম্বরের স্ত্রী অ্যান ব্রুক্স চরিত্র এবং ফ্রস্ট/নিক্সন (২০০৮) চলচ্চিত্রে প্যাট নিক্সন চরিত্র।[2]

তথ্যসূত্র

  1. "Overview for Patty McCormack"Turner Classic Movies। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ১৯৪৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "FILM NOIR FAVORITES: Before she played Pat Nixon, Patty McCormack was "THE BAD SEED.""। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ১৯৪৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.