পূর্ণ সংস্পর্শ কারাতে

পূর্ণ সংস্পর্শ কারাতে কারাতের একধরনের ফর্ম যেখানে প্রতিযোগীরা সরাসরি (এছাড়া কুমিতেও বলা হয়) আঘাতের মাধ্যমে প্রতিপক্ষকে ভূপাতিত করা হয়, এবং যেগুলো হালকা সংস্পর্শ/অর্ধ সংস্পর্শ সেখানে সরাসরি আঘাতের মাধ্যমে প্রতিপক্ষকে ভূপাতিত করা ফাউল হিসেবে বিবেচিত হয়।

পূর্ণ সংস্পর্শ কারাতে
পূর্ণ সংস্পর্শ কারাতের খেলা
লক্ষ্যআঘাত করা
উত্পত্তির দেশ জাপান মার্কিন যুক্তরাষ্ট্র (আমেরিকান পূর্ণ সংস্পর্শ কারাতে)
উদ্ভাবকঅনেকে
মূলঅনেকে
অলিম্পিক খেলানা

এছাড়া স্কুল/স্টাইল কারাতের পার্থক্য বোঝাতেও এই শব্দটি ব্যবহিত হয়।[1]

গ্যালারি

তথ্যসূত্র

  1. Springer, Steve (১৯৮৬-০৫-০৪)। "A Different Way to Get Their Kicks"। The Los Angeles Times। সংগ্রহের তারিখ ২০১০-১২-২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.