পিরিনীয় পর্বতমালা

পিরিনীয় পর্বতমালা (ইংরেজি: Pyrenees পিরিনিজ; স্পেনীয়: Pirineos পিরিনেওস, ফরাসি: Pyrénées পিরেনে, টেমপ্লেট:Lang-an, কাতালান: Pirineus পিরিনেউস, অক্সিতঁ: Pirenèus, বাস্ক: Pirinioak পিরিনিওআক) দক্ষিণ-পশ্চিম ইউরোপের একটি পর্বতমালা যা ফ্রান্স এবং স্পেনের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা গঠন করেছে। এটির সর্বোচ্চ বিন্দুটি হল ৩,৪০৪ মিটার (১১,১৬৮ ফু) উচ্চতাবিশিষ্ট আনেতো পর্বতশৃঙ্গ । পর্বতমালাটি ইবেরীয় উপদ্বীপকে ইউরোপ মহাদেশের বাকী অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। প্রায় ৪৯১ কিমি (৩০৫ মা) দীর্ঘ পর্বতমালাটি পশ্চিমে বিস্কে উপসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত।

পিরিনীয় পর্বতমালা
স্পেনীয়: Pirineos
ফরাসি: Pyrénées
কাতালান: Pirineus
টেমপ্লেট:Lang-an
অক্সিতঁ: Pirenèus
বাস্ক: Pirinioak, Auñamendiak
কেন্দ্রীয় পিরিনীয় পর্বতমালা
সর্বোচ্চ সীমা
শিখরআনেতো
উচ্চতা৩,৪০৪ মিটার (১১,১৬৮ ফুট)
সুপ্রত্যক্ষতা
বিচ্ছিন্নতা
স্থানাঙ্ক৪২°৩৭′৫৬″ উত্তর ০০°৩৯′২৮″ পূর্ব
আয়তন
দৈর্ঘ্য৪৯১ কিলোমিটার (৩০৫ মাইল)
নামকরণ
ব্যুৎপত্তিNamed for Pyrene
ভূগোল
Topographic map
দেশসমূহফ্রান্স, স্পেন এবং অ্যান্ডোরা
স্থানাঙ্ক৪২°৪০′ উত্তর ১°০০′ পূর্ব
ভূতত্ত্ব
শিলার বয়সপুরাজীবীয় এবং মধ্যজীবীয়
শিলার ধরনগ্রানাইট, গনাইস, চুনাপাথর

অবস্থান

পর্বতমালাটির অভ্যন্তরে অ্যান্ডোরা নামক অতিক্ষুদ্র রাষ্ট্রটি অবস্থিত। ঐতিহাসিকভাবে আরাগন এবং নাভার রাজ্যদ্বয় পর্বতমালাটির উভয়পার্শ্বে বিস্তৃত ছিল। বর্তমানে এর ক্ষুদ্রতর উত্তরাংশটি ফ্রান্সে এবং বৃহত্তর দক্ষিণাংশটি স্পেনে পড়েছে। [1][2]

তথ্যসূত্র

  1. Preamble of the "Charter of the Catalan Language" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ মার্চ ২০০৯ তারিখে
  2. Collins Road Atlas of Europe। London: Harper Collins। ১৯৯৫। পৃষ্ঠা 28–29। আইএসবিএন 0-00-448148-8।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.