পাবনা ইসলামিয়া মাদ্রাসা

পাবনা ইসলামিয়া মাদরাসা বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত একটি ইসলাম ধর্মীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ২০১১ সালের দাখিল পরীক্ষায় মাদরাসা বোর্ডে সারা দেশে এই প্রতিষ্ঠানটি ২য় স্থান এবং ২০১৪ সালে ৯ম স্থান লাভ করে।[1]

পাবনা ইসলামিয়া মাদরাসা
মাদরাসা লোগো
নীতিবাক্যপ্রভু আমার জ্ঞানের আলো বাড়িয়ে দাও
(আরবি: ربِّ زدنی علماً)
ধরনবে-সরকারি
স্থাপিত১৯৯৩
প্রতিষ্ঠাতাআব্দুস সুবহান
অধ্যক্ষমোঃ ইকবাল হুসাইন
শিক্ষার্থী২,৫০০
প্রাক্তন শিক্ষার্থীপাবনা ইসলামিয়া মাদ্রাসা অ্যালামনি আসোসিয়েসন(PIMAA)
ঠিকানা
মাদ্রাসা রোড
, ,
বাংলাদেশ

২৪.০১০৬৯১° উত্তর ৮৯.২৫৯১২৩° পূর্ব / 24.010691; 89.259123
ভাষাবাংলা, আরবি ও ইংরেজি
সংক্ষিপ্ত নামইসলামিয়া মাদরাসা
পা.ই.মা
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল
ওয়েবসাইটhttp://www.islamiamadrasah.com

ইতিহাস

এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। আছির উদ্দীন নামীয় এক ব্যাক্তির দান করা জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে মাদরাসাটি। বর্তমানে দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয় প্রতিষ্ঠানটি।[2]

শিক্ষা কার্যক্রম

সহশিক্ষা কর্মসূচী

  • সাংস্কৃতিক অনুষ্ঠান,
  • শিক্ষা সফর।

পোষাক

  • ছাত্রঃ সাদা পাজামা, গাড় সবুজ (পেস্ট কালার) পাঞ্জাবী, সাদা টুপি এবং সাদা জুতা-মোজা।
  • ছাত্রীঃ সাদা পাজামা, গাড় সবুজ (পেস্ট কালার) ফ্রক, সাদা স্কার্ফ এবং সাদা জুতা-মোজা।

অবকাঠামো

চিত্রশালা

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬
  2. ইসলামিয়া মাদরাসার শতভাগ সাফল্য।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.