পাখির তালিকা
এই নিবন্ধটিতে শুধুমাত্র জীবিত পাখিদের বর্গ ও গোত্রের উল্লেখ করা হয়েছে। এসব গোত্র ধরে গণ ও একক প্রজাতি সম্পর্কে জানা যাবে।
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে আধুনিক পক্ষীবর্গসমূহের ফাইলোজেনেটিক তালিকা[1][2][3] |
- এটি জীবিত সকল প্রজাতির পাখি সম্পর্কিত একটি তালিকা। বিলুপ্ত পাখি সম্পর্কে জানার জন্য দেখুন বিলুপ্ত পাখিসমূহের তালিকা, প্রাগৈতিহাসিক পাখি ও জীবাশ্মীভূত পাখি। বাংলাদেশের পাখি সম্পর্কে জানার জন্য দেখুন বাংলাদেশের পাখির তালিকা
নতুন ধরনের ডিএনএ বিশ্লেষণ আবিষ্কৃত হওয়ার ফলে বিভিন্ন প্রজাতির পাখি সম্পর্কে নতুন নতুন তথ্য জানা যাচ্ছে এবং তাদের গণ, গোত্র ও বর্গ সম্পর্কে যথেষ্ট পরিমাণ বিতর্কের সূত্রপাত হচ্ছে। উদাহরণস্বরূপ একটু ভিন্ন সিবলি-অ্যালকিস্ট শ্রেণীবিন্যাস-এর কথা উল্লেখযোগ্য যেখানে কয়েকটি গোত্রকে ভিন্ন বর্গে স্থান দেওয়া হয়েছে।
প্যালিওগন্যাথি
স্ট্রুথিওনিফর্মিস বর্গভূক্ত পাখিদের পায়ের গঠন ও পালকের বিন্যাস অন্য যেকোন বর্গের পাখির তুলনায় অন্যরকম। এরা একত্রে রেটাইট নামে পরিচিত। টিনামিফর্মিস বর্গের সাথে মিলে এটি প্যালিওগন্যাথি মহাবর্গটি গঠন করেছে। প্যালিওগন্যাথি শব্দটির অর্থ প্রাচীন চোয়াল।
স্ট্রুথিওনিফর্মিস
আফ্রিকা ও অস্ট্রেলেশিয়া; ২টি প্রজাতি
- স্ট্রুথিওনিডি: উটপাখি
টিনামিফর্মিস
দক্ষিণ আমেরিকা; ৪৫টি প্রজাতি
- টিনামিডি: তিনামো
কাসুয়ারিফর্মিস
অস্ট্রেলেশিয়া; ৪টি প্রজাতি
- কাসুয়ারিডি: কেসোয়ারি
- ড্রোমাইডি: ইমু
নিওগন্যাথি
প্রায় সকল পাখিই নিওগন্যাথি (নতুন চোয়াল) মহাবর্গের অন্তর্ভুক্ত। এর মধ্যে প্রায় ৫,০০০ প্রজাতির পাখি প্যাসারিফর্মিস বর্গের অন্তর্গত।
আন্সারিফর্মিস
সমগ্র বিশ্ব; ১৫০টি প্রজাতি
গ্যালিফর্মিস
সমগ্র বিশ্ব; ২৫০টি প্রজাতি
পোডিসিপেডিফর্মিস
সমগ্র বিশ্ব; ১৯টি প্রজাতি; অনেকক্ষেত্রে ফিনিকপ্টেরিফর্মিসের অন্তর্গত
- পোডিসিপেডিডি: ডুবুরি
মেসিটর্নিথিফর্মিস
মাদাগাস্কার, নব্যবিষুবীয় অঞ্চল, নিউ ক্যালিডোনিয়া; ৫টি প্রজাতি
- মেসিটর্নিথিডি: মেসাইট
- রাইনোকেটিডি: কাগু
- ইউরিপিজিডি: সূর্যবগলা
টেরোক্লিডিফর্মিস
আফ্রিকা, ইউরোপ, এশিয়া; ১৬টি প্রজাতি; অনেকক্ষেত্রে কলাম্বিফর্মিসের অন্তর্গত
- টেরোক্লিডিডি: স্যান্ডগ্রুস
ফিথোন্টিফর্মিস
মহাসাগরীয়; ৩টি প্রজাতি
- ফিথোন্টিডি: ট্রপিকবার্ড
ক্যাপ্রিমালজিফর্মিস
সমগ্র বিশ্ব; ৯০টি প্রজাতি
- স্টিটর্নিথিডি: অয়েলবার্ড
- পোডার্জিডি: ব্যাঙমুখো
- নিক্টিবিডি: পোটু
- ক্যাপ্রিমালজিডি: রাতচরা
- ইউরোস্টপোডিডি: কানচরা
অ্যাপোডিফর্মিস
সমগ্র বিশ্ব; ৪০০টি প্রজাতি
- ট্রকিলিডি: হামিংবার্ড
- অ্যাপোডিডি: বাতাসি
- হেমিপ্রক্নিডি: গাছবাতাসি
ইগোথিলিফর্মিস
ওশেনিয়া; ১০টি প্রজাতি; অনেকক্ষেত্রে অ্যাপোডিফর্মিসের সাথে যুক্ত
- ইগোথিলিডি: কুটি-রাতচরা
মিউসোফ্যাজিফর্মিস
আফ্রিকা; ২৩টি প্রজাতি
- মিউসোফ্যাজিডি: তুরাকো ও সহজাত
গ্রুইফর্মিস
সমগ্র বিশ্ব; ১৯১টি প্রজাতি
- ওটিডিডি: ডাহর
- গ্রুই: সারস ও সহজাত
- গ্রুইডি: সারস
- আরামিডি: লিম্পকিন
- সোফিডি: ট্রাম্পেটার
- রেলি: ঝিল্লি ও সহজাত
- রেলিডি: ঝিল্লি ও সহজাত
- সেরোথ্রুরিডি ফ্লাফটেইল
- হেলিওর্নিথিডি: প্যারাপাখি
গ্যাভিফর্মিস
উত্তর আমেরিকা, ইউরেশিয়া; ৫টি প্রজাতি
- গ্যাভিডি: লুন
প্রোসেলারিফর্মিস
আর্কটিক ও তৎসংলগ্ন মহাসাগরীয় অঞ্চল; ১২০টি প্রজাতি
- ডায়োমিডিডি: অ্যালবাট্রস
- প্রোসেলারিডি: পেট্রেল ও সহজাত
- পেলিক্যানোইডিডি: ডুবুরি পেট্রেল
- হাইড্রোব্যাটিডি: ঝড়ো পেট্রেল
সিকোনিফর্মিস
সমগ্র বিশ্ব; ১৯টি প্রজাতি
- সিকোনিডি: মানিকজোড়
পেলিক্যানিফর্মিস
সমগ্র বিশ্ব; ১০৮টি প্রজাতি
- বেলিনিসিপিটিডি: জুতোঠুঁটি
- স্কোপিডি: হাতুড়িমাথা
- পেলিক্যানিডি: পেলিক্যান
- আর্ডেইডি: বক ও সহজাত
- থ্রেস্কিওর্নিথিডি: কাস্তেচরা ও চামচঠুঁটি
সুলিফর্মিস
সমগ্র বিশ্ব; ৫৯টি প্রজাতি
- ফ্যালাক্রোকোরাসিডি: পানকৌড়ি ও শ্যাগ
- ফ্রিগেটিডি: ফ্রিগেটবার্ড
- সুলি: গ্যানেট ও বুবি
- আনিঙ্গিডি: গয়ার
কারাড্রিফর্মিস
সমগ্র বিশ্ব; ৩৫০টি প্রজাতি
- স্কোলোপ্যাসি
- স্কোলোপ্যাসি: বাটান ও সহজাত
- থিনোকরি: পিপিসদৃশ পানিকাটা পাখি
- রস্ট্রাটুলিডই: রাঙাচ্যাগা
- জ্যাকানিডি: পিপি
- থিনোকরিডি: বীজচ্যাগা
- Pedionomidae: সমভূমির পানিকাটা পাখি
- টার্নিসি
- টার্নিসিডি: নাটাবটের
- লারি: গাঙচিল ও সহজাত
- লারিডি: গাঙচিল
- রাইঙ্কোপিডি: গাঙচষা
- স্টির্নিডি: পানচিল
- অ্যালসিডি: অক
- স্টের্কোরারিডি: স্কুয়া ও জেগার
- গ্ল্যারিওলিডি: কোর্সার ও বাবুবাটান
- Dromadidae: কাঁকড়াজিরিয়া
- কায়োনিডি: মোটাহাঁটু ও সহজাত
- বিউরিনিডি: মোটাহাঁটু ও সহজাত
- কায়োনিডিডি: শিথবিল
- প্লুভিয়ানিলিডি: ধুলজিরিয়া
- কারাড্রি:
- ইবিডোরাইঙ্কিডি: কাস্তেঠুঁটি
- রিকার্ভিরস্ট্রিডি: চাপাখি
- হিমাটোপোডিডি: ঝিনুকমার
- কারাড্রিডি: জিরিয়া ও টিটি
অ্যাক্সিপিট্রিফর্মিস
সমগ্র বিশ্ব; ২০০টি প্রজাতি
- ক্যাথার্টিডি: নতুন বিশ্বের শকুন
- প্যান্ডিওনিডি: অসপ্রে
- অ্যাক্সিপিট্রিডি: বাজ, ঈগল, চিল, পুরাতন বিশ্বের শকুন, কাপাসি ও শিকরে
- স্যাগিটারিডি: সেক্রেটারিবার্ড
ট্রোগোনিফর্মিস
সাব-সাহারান আফ্রিকা, আমেরিকা অঞ্চল, এশিয়া; ৩৫টি প্রজাতি
- ট্রোগোনিডিৃ: ট্রোগোন ও কোয়াৎসাল
কোরাসিফর্মিস
সমগ্র বিশ্ব; ১৪৪টি প্রজাতি
- মেরোপিডি: সুইচোরা
- কোরাসিডি: নীলকান্ত
- ব্রাকিপ্টেরাসিডি: সমভূমির নীলকান্ত
- টডিডি: টডি
- মটমটিডি: মটমট
- অ্যালসেডাইনস: মাছরাঙা
- অ্যালসেডিনিডি: নদীর মাছরাঙা
- হ্যালসায়োনিডি: গেছো মাছরাঙা
- সেরিলিডি: পানমাছরাঙা
বিউসেরোটিফর্মিস
পুরাতন বিশ্ব, নিউ গিনি; ৬৪টি প্রজাতি
- বিউসেরোটিডি: ধনেশ
- উপুপিডি: মোহনচূড়া
- ফিনিকুলিডি: বন-মোহনচূড়া
লেপ্টোসোমাটিফর্মিস
মাদাগাস্কার; ১টি প্রজাতি
- লেপ্টোসোমাটিডি: নীলকান্ত কোকিল
পিসিফর্মিস
অস্ট্রেলেশিয়া ব্যতীত সমগ্র বিশ্ব; ৪০০টি প্রজাতি
- গ্যালবুলিডি: জ্যাকামার
- বুক্কনিডি: পাফবার্ড
- লিবিডি: আফ্রিকান বসন্তবৌরি
- মেগালাইমিডি: এশীয় বসন্তবৌরি
- র্যাম্ফাস্টিডি: টুক্যান
- সেম্নর্নিথিডি: টুক্যান বসন্তবৌরি
- ক্যাপিটোনিডি: আমেরিকান বসন্তবৌরি
- পিসিডি: কাঠঠোকরা
- ইন্ডিকেটরিডি: হানিগাইড
ফ্যালকনিফর্মিস
সমগ্র বিশ্ব; ৬০টি প্রজাতি
- ফ্যালকনিডি: শাহিন ও সহজাত
ক্যারিয়ামিফর্মিস
দক্ষিণ আমেরিকা; ২টি প্রজাতি
- ক্যারিয়ামিডি: সেরিয়েমা
সিটাসিফর্মিস
বিষুবীয় অঞ্চল, দক্ষিণের উষ্ণ অঞ্চল; ৩৩০টি প্রজাতি
- নিস্টর্নিডি: কিয়া ও কাকা
- স্ট্রিগোপিডি: কাকাপো
- ক্যাকাটুইডি: কাকাতুয়া
- সিটাসিডি: আফ্রিকান ও আমেরিকান টিয়া
- সিট্রিক্যাসিডি: পেস্কেটের টিয়া, ভাসা টিয়া
- সিটাকুলিডি: অস্ট্রেলেশিয়ান টিয়া
প্যাসারিফর্মিস
সমগ্র বিশ্ব; ৫০০০ প্রজাতি
- অ্যাকান্থিসিটি
- অ্যাকান্থিসিটিডি: নিউজিল্যান্ড রেন
- টাইরানি
- ইউরিলাইমিডি: মোটাঠুঁটি
- ফিলিপিটিডি: asities
- পিটিডি: শুমচা
- স্যাপাইওইডি: Sapayoa
- টাইরানিডি: tyrant flycatchers
- টিটিরিডি: becards and tityra
- ফার্নারিডি: ওভেনবার্ড
- থাম্নোফিলিডি: অ্যান্টবার্ড
- ফর্মিক্যারিডি: মেঠো অ্যান্টবার্ড
- রাইনোক্রিপ্টিডি tapaculos
- গ্র্যালারিডি: পিঁপড়েশুমচা
- কনোপোফ্যাজিডি: ন্যাটইটার
- কটিঙ্গিডি: কটিঙ্গা
- পিপ্রিডি: ম্যানাকিন
- মেলানোপ্যারেইডি: ক্রিসেন্ট চেস্ট
- প্যাসারি
- অ্যাট্রিকর্নিথিডি: স্ক্রাববার্ড
- মিনারিডি: লায়ারবার্ড
- আলাউডিডি: ভরত
- হাইরানডিনিডি: আবাবিল ও নাকুটি
- মোটাসিলিডি: খঞ্জন ও তুলিকা
- ক্যাম্পিফ্যাজিডি: কাবাসি
- ইউপেটিডি: ঝিল্লিছাতারে
- পিকনোনোটিডি: বুলবুল
- রেগুলিডি: কিংলেট
- হাইলিওটিডি: hyliotas
- ক্লোরোপ্সিডি: পাতা বুলবুলি
- ইজিথিনিডি: ফটিকজল
- টিলোগোনাটিডি: রেশমি চুটকি
- বম্বিসিলিডি: মোমডানা
- হাইপোকোলিডি: Hypocolius
- ডুলিডি: পালচ্যাট
- সিনক্লিডি: ডিপার
- ট্রগ্লোডিটিডি: রেন
- ডোনাকোবিডি: Donacobius
- মিমিডি: মকিংবার্ড
- প্রুনেলিডি: অ্যাক্সেন্টর
- টুর্ডিডি: দামা ও সহজাত
- সিস্টিকোলিডি: ছোটন ও সহজাত
- সিলভিডি: প্রকৃত ফুটকি
- স্টেনোস্টিরিডি: পরীফুটকি
- ম্যাক্রোস্ফিনিডি: আফ্রিকান ফুটকি
- সেটিডি: ঝাড়ফুটকি
- ফিলস্কপিডি: পাতাফুটকি
- মেগালুরিডি: ঘাসপাখি
- অ্যাক্রোসেফালিডি: নলফুটকি
- বার্নিয়ারিডি: মালাগাসি ফুটকি
- নিওপিজিডি: বামন রেন-ছাতারে
- পোলিওপ্টিলিডি: ন্যাটক্যাচার
- মাসসিকাপিডি: চুটকি ও সহজাত
- প্লাটিস্টেইরিডি: wattle-eyes and batises
- পেট্রোইসিডি: অস্ট্রেলেশীয় রবিন
- প্যাকাইসেফালিডি: শিষমার ও সহজাত
- কলারিসিনক্লিডি: লাটোরাদামা ও সহজাত
- পিক্যাথার্টিডি: rockfowl
- কিটোপিডি: rock-jumpers
- টিমালিডি: ছাতারে ও সহজাত
- প্যানুরিডি: Bearded Reedling
- নিক্যাটরিডি: নিকেটর
- পমাটোস্টোমিডি: অস্ট্রেলেশীয় ছাতারে
- অর্থোনিকিডি: লগরানার
- সিঙ্ক্লোসোমাটিডি: whipbirds and quail-thrushes
- ইজিথ্যালিডি: ঝাড়তিত
- ম্যালারিডি: অস্ট্রেলেশীয় রেন
- নিওসিটিডি: sittellas
- ক্লাইম্যাক্টেরিনিডি: অস্ট্রেলেশীয় গাছআঁচড়া
- প্যারিডি:প্রকৃত তিত
- সিটিডি: বনমালী
- টাইকোড্রোমাইডি: দেয়ালআঁচড়া
- সের্থিডি: গাছআঁচড়া
- র্যাব্ডর্নিথিডি: ফিলিপাইন আঁচড়া
- রেমিজিডি: পেন্ডুলাইন তিত
- নেক্টারিনিডি: মৌটুসি
- মেলানোক্যারিটিডি: জামঝুরি
- প্যারামিথিডি: রাঙা ফুলঝুরি
- ডিসিডি: ফুলঝুরি
- ডেসাইঅর্নিথিডি: bristlebirds
- প্যার্ডালোটিডি: pardalotes
- অ্যাকান্থিজিডি: অস্ট্রেলেশীয় ফুটকি
- জস্টেরোপিডি: ধলাচোখ
- প্রোমেরোপিডি: শুগারবার্ড
- মিলিফ্যাজিডি: মৌপায়ী ও সহজাত
- নটিওমিস্টিডি: স্টিচবার্ড
- ওরিওলিডি: পুরাতন বিশ্বের বেনেবউ
- আইরেনিডি: নীলপরি
- ল্যানিডি: লাটোরা\কসাই
- ম্যালাকোনোটিডি: ঝাড়লাটোরা ও সহজাত
- প্রিওনপিডি: helmetshrikes and relatives
- ভ্যাঞ্জিডি: ভ্যাঙ্গা
- ডিক্রুরিডি: ফিঙ্গে
- রাইপিডুরিডি: ছাতিঘুরুনি
- মোনার্কিডি: চুটকিরাজন
- কলিইডি: ওয়াটলবার্ড
- কর্করাসিডি: mudnesters
- আর্টেমিডি: woodswallows and butcherbirds
- পিটিরিয়াসিডি: bristlehead
- প্যারাডাইসিডি: বার্ডস অব প্যারাডাইস
- নেমোফিলিডি: সাটিনবার্ড
- টিলোনোরাইঙ্কিডি: বাওয়ারবার্ড
- কর্ভিডি: কাক ও জে
- স্টার্নিডি: শালিক ও ময়না
- বিউফ্যাজিডি: বৃষঠোকরা
- প্যাসারিডি: পুরাতন বিশ্বের চড়ুই
- প্লোসিডি: বাবুই ও সহজাত
- ইস্ট্রিলিডি: বাবুই-তুতি
- ভিডুইডি: whydahs and indigobirds
- ভিরিওনিডি: vireos and relatives
- ফ্রিঞ্জিলিডি: তুতি ও সহজাত
- ইউরোসিন্ক্রামিডি: গোলাপিলেজী চটক
- পিউসিড্রামিডি: জলপাই ফুটকি
- প্যারুলিডি: বনফুটকি
- কোরিবিডি: ব্যানানাকুইট
- থ্রপিডি: ট্যানাঞ্জার
- ইম্বিরিজিডি: চটক ও নতুন বিশ্বের চড়ুই
- কার্ডিনালিডি: কার্ডিনাল ও নতুন বিশ্বের চটক
- ইক্টেরিডি: নতুন বিশ্বের কালিদামা ও নতুন বিশ্বের বেনেবউ
আরও দেখুন
- বাংলাদেশের পাখির তালিকা
- ভারতের পাখির তালিকা
- বিলুপ্ত পাখির তালিকা
তথ্যসূত্র
- A Phylogenomic Study of Birds Reveals Their Evolutionary History. Shannon J. Hackett, et al. Science 320, 1763 (2008).
- Metaves, Mirandornithes, Strisores and other novelties – a critical review of the higher-level phylogeny of neornithine birds. Gerald Mayr. J Zool Syst Evol Res (2010).
- Alexander Suh; ও অন্যান্য (২০১১-০৮-২৩)। "Mesozoic retroposons reveal parrots as the closest living relatives of passerine birds"। Nature Communications। 2 (8)। doi:10.1038/ncomms1448। PMID 21863010। পিএমসি 3265382
।