কুকুলিফর্মিস

কুকুলিফর্মিস (Cuculiformes) এটি মাঝারি আকারের পক্ষীবর্গ। ৬টি গোত্রে ৩০টি গণে মোট ১৪৩টি প্রজাতি এ বর্গের অন্তর্ভুক্ত।[1] এ বর্গের অন্তর্ভুক্ত গোত্রগুলো হল:

  • Cuculidae- কোকিল, পাপিয়া, চাতক, মালকোয়া ইত্যাদি
  • Coccyzidae- আমেরিকান কোকিল
  • Centropodidae- কুবো
  • Opisthocomidae- হোয়াটজিন
  • Crotophagidae- আনি এবং গুইরা কোকিল
  • Neomorphidae- রোডরানার

কুকুলিফর্মিস
এশীয় কোকিল, Eudynamys scolopaceus
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
উপশ্রেণী: Neornithes
অধঃশ্রেণী: Neognathae
মহাবর্গ: Neoaves
বর্গ: Cuculiformes
Wagler, 1830
গোত্র

Cuculidae
Coccyzidae
Centropodidae
Opisthocomidae
Crotophagidae
Neomorphidae এছাড়া নিবন্ধ দেখুন

কুকুলিফর্মিসের বিস্তৃতি

কুকুলিফর্মিস বর্গের সদস্যদের অ্যান্টার্কটিকা বাদে সকল মহাদেশের উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। এছাড়া মহাসাগরীয় কিছু দ্বীপেও এরা অনুপস্থিত। অধিকাংশ প্রজাতিই ছোট থেকে মাঝারি আকারের ভূচর বা বৃক্ষচর পাখি। দেহের তুলনায় ঠোঁট ছোট ও সামান্য বাঁকা। এদের লেজ লম্বা এবং দেহের রঙ সাধারণত অনুজ্জ্বল, বিশেষত ধূসর, বাদামি, মেটে বা কালো।[2]

তথ্যসূত্র

  1. "Cuculiformes"। earthlife.net। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩
  2. "Cuculiformes (Cuckoos, Anis, and Roadrunners)"। Encyclopedia.com। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.