পশ্চিমবঙ্গের রাজ্যপাল
পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নিয়মতান্ত্রিক প্রধান ও ভারতের রাষ্ট্রপতির প্রতিনিধি। রাষ্ট্রপতি পাঁচ বছরের মেয়াদে রাজ্যপাল নিয়োগ করে থাকেন। মহামান্য জগদীপ ধনখর পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল (দপ্তরকালের সূচনা ৩০ জুলাই ২০১৯)।[1] রাজ্যপালের সরকারি বাসভবন রাজভবন।
পশ্চিমবঙ্গ রাজ্যপাল
পশ্চিমবঙ্গের রাজ্যপাল | |
---|---|
![]() Emblem of West Bengal | |
সম্বোধনরীতি | মহামান্য |
প্রাতিষ্ঠানিক অবস্থান | রাজভবন; কলকাতা |
নিয়োগকর্তা | ভারতের রাষ্ট্রপতি |
মেয়াদ | ৫ বছর |
উদ্বোধনী ধারক | চক্রবর্তী রাজাগোপালাচারী |
গঠন | ১৫ আগস্ট ১৯৪৭ |
ওয়েবসাইট | rajbhavankolkata.gov.in |

ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গের অবস্থান (লাল)।
রাজ্যপালগণের তালিকা
# | নাম | দপ্তরকালের সূচনা | দপ্তরকালের সমাপ্তি |
১ | চক্রবর্তী রাজাগোপালাচারী | ১৯৪৬ | ১৯৪৮ |
২ | কৈলাশনাথ কাটজু | ১৯৪৮ | ১৯৫১ |
৩ | হরেন্দ্রকুমার মুখোপাধ্যায় | ১৯৫১ | ১৯৫৬ |
৪ | ফণিভূষণ চক্রবর্তী (অস্থায়ী) | ১৯৫৬ | ১৯৫৬ |
৫ | পদ্মজা নাইডু | ১৯৫৬ | ১৯৬৭ |
৬ | ধর্মবীর | ১৯৬৭ | ১৯৬৯ |
৭ | দীপনারায়ণ সিনহা | ১৯৬৯ | ১৯৬৯ |
৮ | শান্তিস্বরূপ ধাওয়ান | ১৯৬৯ | ১৯৭১ |
৯ | অ্যান্টনি ল্যান্সলট ডায়াস | ১৯৭১ | ১৯৭৯ |
১০ | ত্রিভুবন নারায়ণ সিং | ১৯৭৯ | ১৯৮১ |
১১ | ভৈরব দত্ত পান্ডে | ১৯৮১ | ১৯৮৩ |
১৩ | অনন্ত প্রসাদ শর্মা | ১৯৮৩ | ১৯৮৪ |
১৩ | সতীশ চন্দ্র | ১৯৮৪ | ১৯৮৪ |
১৪ | উমাশংকর দীক্ষিত | ১৯৮৪ | ১৯৮৬ |
১৫ | নুরুল হাসান | ১৯৮৬ | ১৯৮৯ |
১৬ | টি ভি রাজেশ্বর | ১৯৮৯ | ১৯৯০ |
১৭ | নুরুল হাসান | ১৯৯০ | ১৯৯৩ |
১৮ | বি সত্যনারায়ণ রেড্ডি | ১৯৯৩ | ১৯৯৩ |
১৯ | কে ভি রঘুনাথ রেড্ডি | ১৯৯৩ | ১৯৯৮ |
২০ | এ আর কিদোয়াই | ১৯৯৮ | ১৯৯৯ |
২১ | বিচারপতি শ্যামলকুমার সেন | ১৯৯৯ | ১৯৯৯ |
২২ | বীরেন জে শাহ | ১৯৯৯ | ২০০৪ |
২৩ | গোপালকৃষ্ণ গান্ধী | ১৬ ডিসেম্বর, ২০০৪ | ১৬ ডিসেম্বর, ২০০৯ |
২৪ | দেবানন্দ কুঁয়ার (অস্থায়ী) | ১৭ ডিসেম্বর, ২০০৯ | ২৪ জানুয়ারি, ২০১০ |
২৫ | মায়ানকোটে কেলাথ নারায়ণন | ২৪ জানুয়ারি, ২০১০ | ৩০ জুন, ২০১৪ |
২৬ | ডি ওয়াই পাতিল (ভারপ্রাপ্ত) | ৩ জুলাই, ২০১৪ | ১৭ জুলাই, ২০১৪ |
২৭ | কেশরীনাথ ত্রিপাঠী | ২৪ জুলাই, ২০১৪ | ২৯ জুলাই, ২০১৯ |
২৮ | জগদীপ ধনকর | ৩০ জুলাই, ২০১৯ | বর্তমান |
বহিঃসংযোগ
- "Kesri Nath Tripathi sworn in as Bengal Governor"। Zee News। ২৪ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.