পল উইনফিল্ড

পল এডওয়ার্ড উইনফিল্ড (Paul Edward Winfield; ২২ মে ১৯৩৯ - ৭ মার্চ ২০০৪)[1] ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি সাউন্ডার(১৯৭২) ছবিতে লুইজিয়ানার এক বর্গাচাষী চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[2] ১৯৭৮ সালে তিনি কিং টিভি মিনি ধারাবাহিকে কাজ করে একটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি মোট পাঁচটি এমি পুরস্কারের মনোনয়ন পান, এবং ১৯৯৪ সালে পিকেট ফেন্সেস-এর জন্য একটি পুরস্কার জয় করেন।[3]

পল উইনফিল্ড
Paul Winfield
জন্ম
পল এডওয়ার্ড উইনফিল্ড

(১৯৩৯-০৫-২২)২২ মে ১৯৩৯
মৃত্যু৭ মার্চ ২০০৪(2004-03-07) (বয়স ৬৪)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
মৃত্যুর কারণক্যান্সার
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, হলিউড হিলস, ক্যালিফোর্নিয়া
অন্যান্য নামপল ই. উইনফিল্ড
যেখানের শিক্ষার্থীপোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
লস অ্যাঞ্জেলেস সিটি কলেজ
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস
হাওয়াই বিশ্ববিদ্যালয়
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা বারবারা
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৬৫-২০০৪
দাম্পত্য সঙ্গীচার্লস গিলান জুনিয়র
(বি. ১৯৭২; মৃ. ২০০২)

তথ্যসূত্র

  1. "Paul Winfield"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ১৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯
  2. কিং, সুজান (৯ মার্চ ২০০৪)। "Oscar-nominated actor Paul Winfield dies"শিকাগো ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯
  3. "Paul Winfield"এমিস (ইংরেজি ভাষায়)। টেলিভিশন একাডেমি। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.