পঞ্চগড় এক্সপ্রেস
পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড়-ঢাকা পথে সংযোজিত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ বিরতিহীন রেল পরিসেবা। যেটি ২৫ মে ২০১৯ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করেন।
![]() দিনাজপুর অভিমুখে পঞ্চগড় এক্সপ্রেস | |
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
শেষ | পঞ্চগড় রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৫২৬ কিলোমিটার (৩২৭ মাইল) |
যাত্রার গড় সময় | ১০ ঘন্টা ৪৫ মিনিট |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৭৯৩/৭৯৪ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এসি, এসি-ছাড়া, শোভন, |
আসন বিন্যাস | হ্যাঁ |
ঘুমানোর ব্যবস্থা | হ্যাঁ |
খাদ্য সুবিধা | হ্যাঁ |
কারিগরি | |
গাড়িসম্ভার | ১২ |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ mm (5 ft 6 in) |
পরিচালন গতি | ১০০ কিমি/ঘণ্টা |
সময় সূচী এবং বিরতি স্থান

ট্রেনটি মোট ১৩টি বগি নিয়ে পঞ্চগড়-ঢাকা পথে চলাচল করবে। প্রতিদিন এটি পঞ্চগড় থেকে বেলা ১৩:১৫ মিনিটে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে রাত ২২:৩৫ মিনিটে। আর ঢাকা থেকে রাত ০০:১০ মিনিটে ছেড়ে পঞ্চগড়ে পৌঁছাবে পরদিন সকাল ০৯:৪০ মিনিটে। এটি বিকাল ৩টায় দিনাজপুর অতিক্রম করে।[1] পঞ্চগড় থেকে ঢাকাগামী এই ট্রেনটি কেবল ৬টি স্টেশনে থামবে।
- কমলাপুর রেলস্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- পার্বতীপুর
- দিনাজপুর
- ঠাকুরগাঁও
- পঞ্চগড়
সময়সূচীঃ [2]
আপ ট্রেনঃ ঢাকা থেকে পঞ্চগড়
ঢাকা কমলাপুর - 00:10 (12:10)
ঢাকা বিমানবন্দর - 00:42 (12:42)
পার্বতীপুর - সকাল 07:00 টা
দিনাজপুর - 07: 37 টা
ঠাকুরগাঁও - সকাল 08:55
পঞ্চগড় (পৌঁছে) - সকাল 9:40 মিনিট।
ডাউন ট্রেনঃ পঞ্চগড় থেকে ঢাকা
পঞ্চগড় - 13:15 (দুপুর 1:00)
ঠাকুরগাঁও - 13:53 (দুপুর 1:53)
দিনাজপুর - 15:02 (বিকাল 3:02)
পরবতীপুর - 15:55 (বিকাল 3:55)
ঢাকা বিমানবন্দর - 22:03 (রাত 10:03)
ঢাকা কমলাপুর (পৌঁছে) - 22:35 (রাত 10:35)
আরো দেখুন
তথ্যসূত্র
- "বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
- "পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৯।