পঞ্চগড় এক্সপ্রেস

পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড়-ঢাকা পথে সংযোজিত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ বিরতিহীন রেল পরিসেবা। যেটি ২৫ মে ২০১৯ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করেন।

পঞ্চগড় এক্সপ্রেস
দিনাজপুর অভিমুখে পঞ্চগড় এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুকমলাপুর রেলওয়ে স্টেশন
শেষপঞ্চগড় রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৫২৬ কিলোমিটার (৩২৭ মাইল)
যাত্রার গড় সময়১০ ঘন্টা ৪৫ মিনিট
পরিষেবার হারদৈনিক
রেল নং৭৯৩/৭৯৪
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি, এসি-ছাড়া, শোভন,
আসন বিন্যাসহ্যাঁ
ঘুমানোর ব্যবস্থাহ্যাঁ
খাদ্য সুবিধাহ্যাঁ
কারিগরি
গাড়িসম্ভার১২
ট্র্যাক গেজ১,৬৭৬ mm (5 ft 6 in)
পরিচালন গতি১০০ কিমি/ঘণ্টা

সময় সূচী এবং বিরতি স্থান

পঞ্চগড় এক্সপ্রেস

ট্রেনটি মোট ১৩টি বগি নিয়ে পঞ্চগড়-ঢাকা পথে চলাচল করবে। প্রতিদিন এটি পঞ্চগড় থেকে বেলা ১৩:১৫ মিনিটে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে রাত ২২:৩৫ মিনিটে। আর ঢাকা থেকে রাত ০০:১০ মিনিটে ছেড়ে পঞ্চগড়ে পৌঁছাবে পরদিন সকাল ০৯:৪০ মিনিটে। এটি বিকাল ৩টায় দিনাজপুর অতিক্রম করে।[1] পঞ্চগড় থেকে ঢাকাগামী এই ট্রেনটি কেবল ৬টি স্টেশনে থামবে।

সময়সূচীঃ [2]

আপ ট্রেনঃ ঢাকা থেকে পঞ্চগড়

ঢাকা কমলাপুর - 00:10 (12:10)

ঢাকা বিমানবন্দর - 00:42 (12:42)

পার্বতীপুর - সকাল 07:00 টা

দিনাজপুর - 07: 37 টা

ঠাকুরগাঁও - সকাল 08:55

পঞ্চগড় (পৌঁছে) - সকাল 9:40 মিনিট।

ডাউন ট্রেনঃ পঞ্চগড় থেকে ঢাকা

পঞ্চগড় - 13:15 (দুপুর 1:00)

ঠাকুরগাঁও - 13:53 (দুপুর 1:53)

দিনাজপুর - 15:02 (বিকাল 3:02)

পরবতীপুর - 15:55 (বিকাল 3:55)

ঢাকা বিমানবন্দর - 22:03 (রাত 10:03)

ঢাকা কমলাপুর (পৌঁছে) - 22:35 (রাত 10:35)

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯
  2. "পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.