ন্যাট কিং কোল
ন্যাট কিং কোল নামে সুপরিচিত নাথানিয়েল অ্যাডামস কোলস (ইংরেজি: Nathaniel Adams Coles; ১৭ মার্চ ১৯১৯ - ১৫ ফেব্রুয়ারি ১৯৬৫)[1][2] ছিলেন একজন মার্কিন জাজ পিয়ানোবাদক ও ভোকালিস্ট। তিনি এক শতাধিক গান রেকর্ড করেছেন এবং পপ চার্টে হিট খ্যাতি পেয়েছেন। তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে এবং ব্রডওয়ে মঞ্চেও অভিনয় করেছেন। তিনি প্রথম আফ্রো-মার্কিন ব্যক্তি, যিনি কোন মার্কিন টেলিভিশন ধারাবাহিকের উপস্থাপনা করেছেন।
ন্যাট কিং কোল | |
---|---|
![]() ১৯৪৭ সালের জুন মাসে কোল | |
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | নাথানিয়েল অ্যাডামস কোলস |
জন্ম | মন্টগামারি, অ্যালাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র | ১৭ মার্চ ১৯১৯
মৃত্যু | ১৫ ফেব্রুয়ারি ১৯৬৫ ৪৫) সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
ধরন |
|
পেশা | সঙ্গীতজ্ঞ |
বাদ্যযন্ত্রসমূহ |
|
কার্যকাল | ১৯৩৪–১৯৬৫ |
লেবেল |
|
সহযোগী শিল্পী |
|
টেলিভিশনে অভিনয় ও গান রেকর্ডিংয়ে অবদানের জন্য ১৯৬০ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামে ভিন্ন দুটি তারকা খচিত করা হয়। ১৯৬২ সালে তিনি একটি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৬৩ সালে একটি বিশেষ গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
তথ্যসূত্র
- "Nat King Cole | Biography & Facts"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- উইকস, পল (১৬ ফেব্রুয়ারি ১৯৬৫)। "From the Archives: Nat 'King' Cole dies of cancer at 45"। লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ন্যাট কিং কোল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমিউজিকে ন্যাট কিং কোল
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ন্যাট কিং কোল
(ইংরেজি) - ফাইন্ড এ গ্রেইভে ন্যাট কিং কোল
(ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.