নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি

নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনএসআইটি ভারতের রাজধানী নতুন দিল্লি শহরের একটি অন্যতম প্রধান ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজের আগেকার নাম ছিল দিল্লি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি দিল্লি সরকারের একটি স্বশাসিত সংস্থা। আগে এটি ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদ এবং ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ।

নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি
প্রাক্তন নামসমূহ
দিল্লি ইনস্টিটিউট অফ টেকনোলজি (১৯৮৭-১৯৯৭)
নীতিবাক্যআ নো ভদ্রাঃ ক্রতয়ো য়ন্তু বিদ্যতে
বাংলায় নীতিবাক্য
ঈশ্বর সকল দিক হইতে আমার মনে শুভচিন্তা প্রদান করুন
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৮৩
পরিচালকঅধ্যাপক রাজ সেনানি
শিক্ষায়তনিক কর্মকর্তা
১০৫
স্নাতক২৪০০+
স্নাতকোত্তর১০০+
৫০+
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর, ১৪৫ একর
অধিভুক্তিদিল্লি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি অনুষদ
ওয়েবসাইটwww.nsit.ac.in

২০০৯ সাল পর্যন্ত, এনএসআইটি ও দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিঙের ভর্তিপ্রক্রিয়া ও সিলেবাস দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদের নির্দেশ অনুযায়ী একই ছিল। দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংকে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করা হলে, এনএসআইটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজে পরিণত হয়।

ইন্ডিয়া টুডে, আউটলুক, ডেটাকোয়েস্ট-ন্যাসকম ইত্যাদি সংস্থার ইঞ্জিনিয়ারিং শিক্ষা সমীক্ষা অনুসারে, এনএসআইটি ভারতের প্রথম দশটি ইঞ্জিনিয়ারিং কলেজের একটি।[1][2][3]

পাদটীকা

  1. Cyber India Online Ltd.। "Dataquest : Top Stories : India's Top T-Schools"। Dqindia.ciol.com। ২০১১-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১৫
  2. "India Today"। Specials.indiatoday.com। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১৫
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১২

টেমপ্লেট:University of Delhi

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.