নিল ডিগ্রেস টাইসন

নিল ডিগ্রেস টাইসন (ইংরেজি: Neil deGrasse Tyson; /ˈnəl dəˈɡræs ˈtsən/; জন্মঃ অক্টোবর ৫, ১৯৫৮) একজন মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী, বিশ্বতাত্ত্বিক, লেখক এবং বিজ্ঞান যোগাযোগকারী। তিনি বর্তমানে পৃথিবী এবং মহাকাশের রোজ কেন্দ্রের হেইডেন তারামণ্ডলের ফ্রেডেরিক পি. রোজের পরিচালক এবং আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিভাগের সহকারী গবেষক। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পিবিএস-এর বিজ্ঞান শিক্ষা টেলিভিশন অনৃষ্ঠান নোভা সাইন্স নাও-এর আয়োজক ছিলেন এবং দ্যা ডেইলি শো, দ্যা কলবার্ট রিপোর্ট, এবং রিয়েল টাইম উইথ বিল মাহের অনুষ্ঠানে বারংবার আমন্ত্রিত অতিথি ছিলেন। ২০০৯ সালে তিনি সাপ্তাহিক রেডিও শো স্টার টক চালু করেন। ২০১৪ সালে তিনি কার্ল সেগানের কসমস: অ্য পারসোনাল ভয়েজ (১৯৮০)-এর ধারাবাহিক পর্ব কসমস: এ স্পেসটাইম ওডেসি চালু করেন।[2]

নিল ডিগ্রেস টাইসন
জুলাই, ২০০৯-এ ওয়াশিংটনের ন্যাশনাল এয়ার এন্ড স্পেস মিউজিয়াম-এ এ্যাপোলো ১১ এর চল্লিশ বছর উদযাপন অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় টাইসন।
জন্ম (1958-10-05) ৫ অক্টোবর ১৯৫৮
ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র[1]
বাসস্থানম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রজ্যোতিঃপদার্থবিজ্ঞান, ভৌত বিশ্বতত্ত্ব, বিজ্ঞান যোগাযোগ
প্রতিষ্ঠানহ্যায়ডেন প্লেইন্টারিয়্যম, পিবিএস, প্লেইন্টারি সোসাইটি
প্রাক্তন ছাত্রহার্ভার্ড বিশ্ববিদ্যালয় (বি.এ.)
ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন (এম.এ.)
কলাম্বিয়া ইউনিভার্সিটি (এম.ফিল., পিএইচডি)
যাদের দ্বারা প্রভাবান্বিতআইজাক নিউটন, কার্ল সেগান, রিচার্ড ফাইনম্যান, আলবার্ট আইনস্টাইন
উল্লেখযোগ্য
পুরস্কার
নাসা ডিস্টিংগুয়িশড পাবলিক সার্ভিস মেডেল
ক্লাপস্টেগ মেমীরিয়াল এ্যাওয়ার্ড (২০০৭)
স্ত্রী/স্বামীএলাইচ ইয়ং
(১৯৮৮–বর্তমান; ২ সন্তান)

তথ্যসূত্র

  1. The Science Foundation (জানুয়ারি ১, ২০১১)। "Neil deGrasse Tyson – Called by the Universe"YouTube। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৯, ২০১২
  2. "Cosmos – A Spacetime Odyssey"। Fox। সংগ্রহের তারিখ ডিসেম্বর ০৩, ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.