কসমস: এ স্পেসটাইম ওডেসি
কসমস এ স্পেসটাইম ওডেসি হল ২০১৪ সালে নির্মিত একটি বিজ্ঞানভিত্তিক মার্কিন প্রামাণ্য টেলিভিশন ধারাবাহিক, যেটি উপস্থাপনা করেন প্রখ্যাত বিজ্ঞানবিষয়ক ব্যক্তিত্ব নিল ডিগ্রেস টাইসন|[1] ধারাবাহিকটিকে বিজ্ঞানভিত্তিক প্রামাণ্যচিত্রের জগতে একটি মাইলফলক হিসেবে গণ্য করা হয়| ২০১৪ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ২১'থ সেঞ্চুরি ফক্স নেটওয়ার্কব্যাপী চ্যানেলসমূহে এবং তার পরদিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে ধারাবাহিকটি প্রথমবারের মত সম্প্রচারিত হয়| এর পরবর্তী দুইমাসে ন্যাট জিও চ্যানেলের আন্তর্জাতিক শাখাসমূহে তা ভাষান্তর করে সম্প্রচার করা হয়| ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ভারতীয় শাখা ধারাবাহিকটি বাংলা ভাষায় ভাষান্তর করে সম্প্রচার করে|
কসমস: এ স্পেসটাইম ওডেসি | |
---|---|
![]() | |
ধরণ | বিজ্ঞান প্রামাণ্যচিত্র |
রচনা | অ্যান ড্রুয়ান স্টিভেন সটার |
পরিচালক | ব্র্যানন ব্রাগা বিল পোপ অ্যান ড্রুয়ান |
উপস্থাপক | নিল ডিগ্রেস টাইসন |
রচয়িতা | অ্যালান সিলভেস্ট্রি |
প্রস্তুতকারক দেশ | যুক্তরাষ্ট্র |
মূল ভাষা | ইংরেজী |
পর্বসংখ্যা | ১৩ (পর্বের সংখ্যা) |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক |
|
প্রযোজক | লিভিয়া হেনিচ স্টিভেন হল্টজম্যান |
সম্পাদক | জন ডাফি এরিক লিয়া মাইকেল ও'হলোরেন |
অবস্থান | নিউ মেক্সিকো ক্যালিফোর্নিয়া |
চলচ্চিত্রকার | বিল পোপ |
ব্যাপ্তিকাল | ৪৪ মিনিট |
প্রোডাকশন কোম্পানি | কসমস স্টুডিওস<brফাজি ডোর প্রোডাকশনস সান্তা ফি স্টুডিওস |
সম্প্রচার | |
মূল চ্যানেল | ফক্স ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল |
ছবির ফরম্যাট | ১৬:৯ এইচডিটিভি |
মূল প্রদর্শনী | ৯ মার্চ ২০১৪ – ৮ জুন ২০১৪ |
ক্রমধারা | |
পূর্ববর্তী | কসমস: অ্য পারসোনাল ভয়েজ |
বহিঃসংযোগ | |
[নিল ডিগ্রেস টাইসন নির্মাতার ওয়েবসাইট] |
তথ্যসূত্র
- Overbye, Dennis (মার্চ ৪, ২০১৪)। "A Successor to Sagan Reboots 'Cosmos'"। The New York Times। সংগ্রহের তারিখ মার্চ ৪, ২০১৪।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট - ফক্স ব্রডকাস্টিং কোম্পানি
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট - ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কসমস: এ স্পেসটাইম ওডেসি
(ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.