নীলঘাড় শুমচা

নীলঘাড় শুমচা[1] (দ্বিপদ নাম: Hydrornis nipalensis) হল একধরনের পাখি যারা প্রধানত পিটিডি পরিবারের অন্তর্ভুক্ত। এদেরকে প্রধানত দেখতে পাওয়া যায় বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, লাওস, মায়ানমার, নেপাল, এবং ভিয়েতনাম প্রভৃতি দেশে। এদের প্রাকৃতিক বাসস্থান হল ক্রান্তীয় ও উপক্রান্তীয় নিম্নভূমির জঙ্গল এবং আর্দ্র বনভূমি।

নীলঘাড় শুমচা
Blue-naped pitta

ন্যূনতম বিপদগ্রস্ত  (আইইউসিএন ৩.১)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Pittidae
গণ: Hydrornis
প্রজাতি: H. nipalensis
দ্বিপদী নাম
Hydrornis nipalensis
(Hodgson, 1837)
প্রতিশব্দ
  • Pitta nipalensis

বাংলাদেশের ১৯৭৪[2] ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[1]

বর্ণনা

নীলঘাড় শুমচা বাদামি চোখ ও নীলঘাড়ওয়ালা ছোট বনচর পাখি। এদের দেহের দৈর্ঘ্য ২৫ সেমি, ডানা ১২ সেমি, ঠোঁট ২.৪ সেমি, পা ৫.৫ সেমি, লেজ ৬.৫ সেমি।[2]

তথ্যসূত্র

  1. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৪৭২
  2. জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ৩১০-৩১১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.