নিকষা
হিন্দুধর্মে ধর্মগ্রন্থ রামায়ণে বর্ণিত নিকষা (Devanagari: निकषा) ছিলেন একজন রাক্ষসী৷ তিনি রাবণের মা ছিলেন৷[1] গাত্রবর্ণ কষ্টিপাথরের মত হওয়ায় তিনি নিকষা নামে অধিক পরিচিত হলেও তার আসল নাম ছিলো কৈকসী বা কেশিনী৷
নিকষা | |
---|---|
দাম্পত্য সঙ্গী | ঋষি বিশ্রবা |
সন্তান | রাবণ, কুম্ভকর্ণ বিভীষণ (পুত্রত্রয়) এবং শূর্পণখা (কন্যা) |
পিতা-মাতা |
|
কিংবদন্তী
নিকষা ছিলেন রাক্ষসরাজ সুমালী এবং গন্ধর্ব রাজকুমারী কেতুমতির কন্যা৷ ঋষি বিশ্রবাকে পতিহিসাবে পাওয়ার জন্য তিনি তার পিতা ও মাতার সহিত পরামর্শ করে৷ তিনি ভেবেছিলেন বিশ্রবার অপর পুত্রের মতো তার পুত্রসন্তানরাও ধনবান ও চরিত্রবান হবে৷ কিন্তু তার এই পরিকল্পনা সফল হয় না৷ বিশ্রবা নিকষাকে বিবাহ করার জন্য তার পুর্বপত্নী দেববর্ণিনী ও তার পুত্র কুবেরকে ত্যাগ করেন৷ ক্রমে উভয়ের রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ নামে তিন পুত্র ও শূর্পণখা নামে এক কন্যাসন্তান হয়৷
রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় বন্দিনী করে রাখলে নিকষা তাকে আবার তার পতি রামের কাছে ফেরত দিয়ে আসতে বললেও রাবণ তা অমান্য করে৷ বিভীষণ সীতাকে ফেরত দিয়ে আসার কথা বললে রাবণ ক্ষিপ্ত হয় ও তাকে লঙ্কা থেকে বিতাড়িত করেন৷ তার মাতা নিকষার পরামর্শেই বিভীষণ রামের পক্ষে যুদ্ধে যোগদান করে৷
তথ্যসূত্র
- Ramayana by Valmiki