নাথু গিরিবর্ত্ম
আবহাওয়াঃ হিমালয় এলাকা হওয়ার এ জায়গাটি সারা বছর ই হিম শীতল ও শ্বেত সুভ্র বরফে আচ্ছাদিত থাকে। জুলাই থেকে ডিসেম্বর তাপমাত্রা তুলনামূলক উষ্ণ। তাও সর্বোচ্চ ১০ ডিগ্রি সে আর সর্বনিন্ম শূন্য ডিগ্রি সেঃ।ফেব্রুয়ারি - মার্চ -এপ্রিল এই তিন মাস তাপমাত্রা সবচেয়ে কম থাকে। সর্বোচ্চো চার ডিগ্রি সেঃ আর সর্বনিন্ম মাইনাস নয় ডিগ্রি সেঃ।
নাথুলা পাস | |
---|---|
ভারতীয় পাশ দিয়ে সীমানা নেতৃস্থানীয় সিঁড়ি | |
উচ্চতা | ৪ মিটার (১৪,১৪০ ফুট) |
Traversed by | পুরানো রেশম পথ |
অবস্থান | ![]() ![]() |
পর্বতশ্রেণী | হিমালয় |
স্থানাঙ্ক | ২৭.৩৮৬৪৪৮° উত্তর ৮৮.৮৩১১৯০° পূর্ব |

সিকিম রাজ্যের রাজ্যে নাথুলার অবস্থান।
নাথুলা পাস ভারত ও চীনের মধ্যে একমাত্র স্থল সীমান্ত পথ। ভারত-চীন পথটি হিমালয়ের ১৪,৪২৫ ফুট উচুতে অবস্থিত। পথটিতে ভারতের সিকিম রাজ্যের সীমান্তের সঙ্গে চীনের তিব্বতের সীমান্ত মিলেছে। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের সময় ভারতের সাথে চীনের এই বাণিজ্যপথটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪৪ বছর পর ২০০৬ সালের ৮ জুলাই এই সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে নাথু গিরিবর্ত্ম সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Mountain Passes of Sikkim
- Places of interest for tourists and trekkers
- Nathula Pass Sikkim, Nathula Pass Weather, Permit, Visiting Days
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.