নাথু গিরিবর্ত্ম

আবহাওয়াঃ হিমালয় এলাকা হওয়ার এ জায়গাটি সারা বছর ই হিম শীতল ও শ্বেত সুভ্র বরফে আচ্ছাদিত থাকে। জুলাই থেকে ডিসেম্বর তাপমাত্রা তুলনামূলক উষ্ণ। তাও সর্বোচ্চ ১০ ডিগ্রি সে আর সর্বনিন্ম শূন্য ডিগ্রি সেঃ।ফেব্রুয়ারি - মার্চ -এপ্রিল এই তিন মাস তাপমাত্রা সবচেয়ে কম থাকে। সর্বোচ্চো চার ডিগ্রি সেঃ আর সর্বনিন্ম মাইনাস নয় ডিগ্রি সেঃ।

নাথুলা পাস
ভারতীয় পাশ দিয়ে সীমানা নেতৃস্থানীয় সিঁড়ি
উচ্চতা৪ মিটার (১৪,১৪০ ফুট)
Traversed byপুরানো রেশম পথ
অবস্থান ভারত (সিকিম) –  গণচীন (তিব্বতের স্বায়ত্বশাসিত অঞ্চল)
পর্বতশ্রেণীহিমালয়
স্থানাঙ্ক২৭.৩৮৬৪৪৮° উত্তর ৮৮.৮৩১১৯০° পূর্ব / 27.386448; 88.831190
সিকিম রাজ্যের রাজ্যে নাথুলার অবস্থান।

নাথুলা পাস ভারতচীনের মধ্যে একমাত্র স্থল সীমান্ত পথ। ভারত-চীন পথটি হিমালয়ের ১৪,৪২৫ ফুট উচুতে অবস্থিত। পথটিতে ভারতের সিকিম রাজ্যের সীমান্তের সঙ্গে চীনের তিব্বতের সীমান্ত মিলেছে। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের সময় ভারতের সাথে চীনের এই বাণিজ্যপথটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪৪ বছর পর ২০০৬ সালের ৮ জুলাই এই সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.