কারাকোরাম গিরিপথ

কারাকোরাম গিরিবর্ত্ম (হিন্দি: क़राक़रम दर्रा; সরলীকৃত চীনা: 喀喇昆仑山口; প্রথাগত চীনা: 喀喇崑崙山口; ফিনিন: Kālǎkūnlún Shānkǒu) ভারতচীনের মধ্যে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত একটি গিরিবর্ত্ম।

কারাকোরাম গিরিবর্ত্ম
কারাকোরাম গিরিবর্ত্ম
কারাকোরাম গিরিবর্ত্মের অবস্থান
উচ্চতা4693 m
Traversed byরবার্ট শ (১৮৬৮)
ফ্রান্সিস ইয়ংহাজব্যান্ড (১৮৮৯)
অবস্থান ভারত /  গণচীন
পর্বতশ্রেণীকারাকোরাম পর্বতশ্রেণী
স্থানাঙ্ক৩৫°৩০′৪৮″ উত্তর ৭৭°৪৯′২৩″ পূর্ব

ভূগোল

কারাকোরাম গিরিবর্ত্ম ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলের লেহ জেলাচীনের জিনজিয়াং প্রদেশের মধ্যে কারাকোরাম পর্বতশ্রেণীতে ৩৫°৩০′৪৮″ উত্তর ৭৭°৪৯′২৩″ পূর্ব স্থানাঙ্কে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৬৯৩ মি অথবা ১৫,৩৯৭ ফু[1] উচ্চতায় অবস্থিত। [2]

ভূরাজনৈতিক গুরুত্ব

কারাকোরাম গিরিবর্ত্ম ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য ও চীনের জিনজিয়াং প্রদেশের সীমান্তের ওপর অবস্থিত হওয়ায় এই গিরিবর্ত্মের রাজনৈটিক গুরুত্ব অপরিসীম। এই গিরিবর্ত্মের ঠিক পশ্চিম দিকে অবস্থিত সিয়াচেন হিমবাহ অঞ্চলের অধিকারের ওপর ভারতপাকিস্তানের দ্বন্দ্ব এই গিরিবর্ত্মের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি করেছে। ১৯৬৩ খ্রিষ্টাব্দে চীনপাকিস্তানের মধ্যে সীমান্ত চুক্তিতে কারাকোরাম গিরিবর্ত্মকে ভারত, পাকিস্তানচীনের সীমান্তের সংযোগবিন্দু বলে উল্লেখ করা হলেও ভারত এই চুক্তিতে অংশগ্রহণ করেনি।[3] বর্তমানে এই সংযোগবিন্দু কারাকোরাম গিরিবর্ত্ম থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে সিয়াচেন মুজতাঘ পর্বতশ্রেণীর পশ্চিম ইন্দিরা টোলের নিকটে যে স্থানে প্রকৃত ভূমি অবস্থান রেখা ভারত-চীন সীমান্তের সাথে মিলিত হয়, সেই স্থানে অবস্থিত।

তথ্যসূত্র

  1. SRTM data; the figure is now known to be a few meters lower than provided in Rizvi, Janet. Trans-Himalayan Caravans : Merchant Princes and Peasant Traders in Ladakh, p. 217. 1999. Oxford University Press. New Delhi. আইএসবিএন ০-১৯-৫৬৪৮৫৫-২.
  2. "Pass to better relations with China"। India: The Hindu। ২০১৩। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৩
  3. Anderson, Ewan W. (২০০৩)। International Boundaries: A Geopolitical AtlasRoutledge। পৃষ্ঠা 180। আইএসবিএন 978-1-57958-375-0।

আরো পড়ুন

  • Schmidt, Jeremy. Himalayan Passage: Seven Months in the High country of Tibet, Nepal, China, India & Pakistan. 1991. The Mountaineers Books, Seattle.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.