কারাকোরাম গিরিপথ
কারাকোরাম গিরিবর্ত্ম (হিন্দি: क़राक़रम दर्रा; সরলীকৃত চীনা: 喀喇昆仑山口; প্রথাগত চীনা: 喀喇崑崙山口; ফিনিন: Kālǎkūnlún Shānkǒu) ভারত ও চীনের মধ্যে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত একটি গিরিবর্ত্ম।
কারাকোরাম গিরিবর্ত্ম | |
---|---|
![]() ![]() কারাকোরাম গিরিবর্ত্ম | |
উচ্চতা | 4693 m |
Traversed by | রবার্ট শ (১৮৬৮) ফ্রান্সিস ইয়ংহাজব্যান্ড (১৮৮৯) |
অবস্থান | ![]() ![]() |
পর্বতশ্রেণী | কারাকোরাম পর্বতশ্রেণী |
স্থানাঙ্ক | ৩৫°৩০′৪৮″ উত্তর ৭৭°৪৯′২৩″ পূর্ব |
ভূগোল
কারাকোরাম গিরিবর্ত্ম ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলের লেহ জেলা ও চীনের জিনজিয়াং প্রদেশের মধ্যে কারাকোরাম পর্বতশ্রেণীতে ৩৫°৩০′৪৮″ উত্তর ৭৭°৪৯′২৩″ পূর্ব স্থানাঙ্কে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৬৯৩ মি অথবা ১৫,৩৯৭ ফু[1] উচ্চতায় অবস্থিত। [2]
ভূরাজনৈতিক গুরুত্ব
কারাকোরাম গিরিবর্ত্ম ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য ও চীনের জিনজিয়াং প্রদেশের সীমান্তের ওপর অবস্থিত হওয়ায় এই গিরিবর্ত্মের রাজনৈটিক গুরুত্ব অপরিসীম। এই গিরিবর্ত্মের ঠিক পশ্চিম দিকে অবস্থিত সিয়াচেন হিমবাহ অঞ্চলের অধিকারের ওপর ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব এই গিরিবর্ত্মের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি করেছে। ১৯৬৩ খ্রিষ্টাব্দে চীন ও পাকিস্তানের মধ্যে সীমান্ত চুক্তিতে কারাকোরাম গিরিবর্ত্মকে ভারত, পাকিস্তান ও চীনের সীমান্তের সংযোগবিন্দু বলে উল্লেখ করা হলেও ভারত এই চুক্তিতে অংশগ্রহণ করেনি।[3] বর্তমানে এই সংযোগবিন্দু কারাকোরাম গিরিবর্ত্ম থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে সিয়াচেন মুজতাঘ পর্বতশ্রেণীর পশ্চিম ইন্দিরা টোলের নিকটে যে স্থানে প্রকৃত ভূমি অবস্থান রেখা ভারত-চীন সীমান্তের সাথে মিলিত হয়, সেই স্থানে অবস্থিত।
তথ্যসূত্র
- SRTM data; the figure is now known to be a few meters lower than provided in Rizvi, Janet. Trans-Himalayan Caravans : Merchant Princes and Peasant Traders in Ladakh, p. 217. 1999. Oxford University Press. New Delhi. আইএসবিএন ০-১৯-৫৬৪৮৫৫-২.
- "Pass to better relations with China"। India: The Hindu। ২০১৩। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৩।
- Anderson, Ewan W. (২০০৩)। International Boundaries: A Geopolitical Atlas। Routledge। পৃষ্ঠা 180। আইএসবিএন 978-1-57958-375-0।
আরো পড়ুন
- Schmidt, Jeremy. Himalayan Passage: Seven Months in the High country of Tibet, Nepal, China, India & Pakistan. 1991. The Mountaineers Books, Seattle.