নাজিরগঞ্জ ইউনিয়ন
নাজিরগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার সুজানগর উপজেলা একটি ইউনিয়ন।[1]
নাজিরগঞ্জ | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() নাজিরগঞ্জ | |
স্থানাঙ্ক: ২৩.৫৫° উত্তর ৮৯.২৬° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | সুজানগর উপজেলা ![]() |
সাক্ষরতার হার | |
• মোট | ৪২.৮২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ইতিহাস
মানিকহাট ইউনিয়ন ২১টি গ্রাম ও ৪১টি মৌজা নিয়ে গঠিত। এই এলাকার প্রধান পেশা হল কৃষি। ইউনিয়নের দক্ষিণে পদ্মা নদী এবং উত্তরে গাজনার বিল আছে যার সৌন্দর্য উপভোগ করতে প্রচুর মানুষের সমাগম হয়।
অবস্থান
ইউনিয়ন পরিষদ
যোগাযোগ ব্যবস্থা
অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো ।
রাস্তা ঘাট
নাজিরগঞ্জ ইউনিয়নে ২০ কিলোমিটার পাকা রাস্তা ও ১৮ কিলোমিটার কাঁচা রাস্তা আছে।
হাট বাজার
এই ইউনিয়নে ৪ টি হাট রয়েছে । এর মধ্যে দুইটি হাট বড় ও দুইটি হাট ছোট । এবং দুইটি বাজার রয়েছে ।
শিক্ষা প্রতিষ্ঠান
৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি কওমি মাদ্রাসা, ২টি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে ।
নাজিরগঞ্জ ৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছেঃ- ১। নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ।
২। উদয়পুর উচ্চ বিদ্যালয়।
৩। আমেনা খাতুন বালিকা বিদ্যালয়।
৪। শাহিদা জলিল গার্লস স্কুল
৫। উদয়পুর মাদ্রাসা
৬। বড়খাপুর মাদ্রাসা।
দর্শনীয় স্থান
গাজনার বিল সহ ফেরিঘাট,নীল কুঠি,পদ্মা নদী,বড়খাঁপুর বটতলা প্রভৃতি দর্শনীয় স্থান উল্লেখ্য ।
ব্যাংক ও এনজিও
উল্লেখযোগ্য ভাবে এই ইউনিয়নে ব্র্যাক, সিসিডিবি, গ্রামীণ ব্যাংক, আশা, পাবনা প্রতিশ্রুতি, অনন্য সমাজ কল্যাণ প্রভৃতি সংস্থা রয়েছে ।
ধর্ম ও ধর্মীয় উৎসব
খাদ্য
তথ্যসূত্র
- "নাজিরগঞ্জ ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।