নবগ্রাম মসজিদ

নবগ্রাম শাহী মসজিদ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত ইসলাম ধর্মীয় একটি প্রাচীন স্থাপনা, যা ষড়োশ শতাব্দীতে নির্মিত হয়েছে।[1] গৌড় অধিপতি নাসির উদ্দিন নসরত শাহের শাসনামলে "শাহানশাহ্ হযরত শাহ শরীফ জিন্দানী-এর মাজার" সংলগ্ন এলাকায় এটি নির্মাণ করা হয়।[2]

নবগ্রাম শাহী মসজিদ
অবস্থান তাড়াশ, সিরাজগঞ্জ,  বাংলাদেশ
প্রতিষ্ঠিত ১৫২৬
স্থাপত্য তথ্য
ধরণ ইসলামী ঐতিহ্য

একটি সিরিজের অংশ
মসজিদ

স্থাপত্য
স্থাপত্য স্টাইল
মসজিদের তালিকা
অন্যান্য

অবস্থান

এই শাহী মসজিদটি বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামে অবস্থিত।[3] এই মসজিদটির অবস্থান চাটমোহর রেলস্টেশন থেকে প্রায় ২০.৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে[1] এবং তাড়াশ উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে।[4]

ইতিহাস

১৯৩৭ সালের দিকে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে, সুলতান আলাউদ্দীন হোসেন শাহের পুত্র সুলতান নাসিরুদ্দীন আবুল মুজাফফর নুসরত শাহের রাজত্বকালে ৯৩২ হিজরির ৪ রজব (১৫২৬ সালের ২১ এপ্রিল) "মীর বহর মনোয়ার আনার পুত্র আজিয়াল মিয়া জংদার" (যোদ্ধা) মসজিদটি নির্মাণ করেন।[1]

আরও দেখুন

  • বাংলাদেশে সুলতানী আমলে নির্মিত মসজিদের তালিকা

তথ্যসূত্র

  1. নাজিমউদ্দিন আহমেদ (জানুয়ারি ২০০৩)। "নবগ্রাম মসজিদ"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮ ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  2. "মুসলিম স্থাপত্যের নিদর্শন তাড়াশের নওগাঁ শাহী মসজিদ"দৈনিক ইত্তেফাক অনলাইন। ২৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮
  3. "তাড়াশের শাহী মসজিদ মুসলিম স্থাপত্যের নির্দশন বৃহস্পতিবার শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ওরস সমাগম হবে কয়েক লাখ মানুষের"সিরাজগঞ্জ কন্ঠ অনলাইন। ১৪ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮
  4. "তাড়াশের শাহী মসজিদ মুসলিম স্থাপত্যের নিদর্শন"দৈনিক জনতা অনলাইন। ২৬ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.