নবগ্রাম মসজিদ
নবগ্রাম শাহী মসজিদ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত ইসলাম ধর্মীয় একটি প্রাচীন স্থাপনা, যা ষড়োশ শতাব্দীতে নির্মিত হয়েছে।[1] গৌড় অধিপতি নাসির উদ্দিন নসরত শাহের শাসনামলে "শাহানশাহ্ হযরত শাহ শরীফ জিন্দানী-এর মাজার" সংলগ্ন এলাকায় এটি নির্মাণ করা হয়।[2]
নবগ্রাম শাহী মসজিদ | |
---|---|
অবস্থান | তাড়াশ, সিরাজগঞ্জ, ![]() |
প্রতিষ্ঠিত | ১৫২৬ |
স্থাপত্য তথ্য | |
ধরণ | ইসলামী ঐতিহ্য |
একটি সিরিজের অংশ
|
স্থাপত্য |
তালিকা
|
স্থাপত্য স্টাইল |
তালিকা
|
মসজিদের তালিকা |
অন্যান্য |
তালিকা
|
অবস্থান
এই শাহী মসজিদটি বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামে অবস্থিত।[3] এই মসজিদটির অবস্থান চাটমোহর রেলস্টেশন থেকে প্রায় ২০.৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে[1] এবং তাড়াশ উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে।[4]
ইতিহাস
১৯৩৭ সালের দিকে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে, সুলতান আলাউদ্দীন হোসেন শাহের পুত্র সুলতান নাসিরুদ্দীন আবুল মুজাফফর নুসরত শাহের রাজত্বকালে ৯৩২ হিজরির ৪ রজব (১৫২৬ সালের ২১ এপ্রিল) "মীর বহর মনোয়ার আনার পুত্র আজিয়াল মিয়া জংদার" (যোদ্ধা) মসজিদটি নির্মাণ করেন।[1]
আরও দেখুন
- বাংলাদেশে সুলতানী আমলে নির্মিত মসজিদের তালিকা।
তথ্যসূত্র
- নাজিমউদ্দিন আহমেদ (জানুয়ারি ২০০৩)। "নবগ্রাম মসজিদ"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮। ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
- "মুসলিম স্থাপত্যের নিদর্শন তাড়াশের নওগাঁ শাহী মসজিদ"। দৈনিক ইত্তেফাক অনলাইন। ২৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮।
- "তাড়াশের শাহী মসজিদ মুসলিম স্থাপত্যের নির্দশন বৃহস্পতিবার শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ওরস সমাগম হবে কয়েক লাখ মানুষের"। সিরাজগঞ্জ কন্ঠ অনলাইন। ১৪ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮।
- "তাড়াশের শাহী মসজিদ মুসলিম স্থাপত্যের নিদর্শন"। দৈনিক জনতা অনলাইন। ২৬ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- নবগ্রাম মসজিদ - বাংলাপিডিয়া হতে সংকলিত নিবন্ধ।