ধ্বনিদলভিত্তিক লিপি

কোনও একটি ভাষার ধ্বনিদলভিত্তিক লিপি (ইংরেজি syllabary) হচ্ছে এমন কিছু লিখন প্রতীকের সমষ্টি বা সেট, যেগুলির প্রতিটি ঐ ভাষার ধ্বনিদলগুলিকে প্রতিনিধিত্ব করে, যে ধ্বনিদলগুলিকে পরপর সাজিয়ে ভাষাটির শব্দগুলি গঠন করা হয়।

ধ্বনিদলভিত্তিক লিপিতে এক-একটি প্রতীককে ধ্বনিদল অক্ষর বলা হয়। সাধারণত একটি ধ্বনিদল অক্ষরে একটি ব্যঞ্জনধ্বনিকে ও একটি স্বরধ্বনি যুক্ত অবস্থায় থাকে এবং স্বরধ্বনিটি ব্যঞ্জনধ্বনিটিকে অনুসরণ করে। অর্থাৎ এটি "ব্য-স্ব" ধরনের একটি অক্ষর। তবে অনেক ধ্বনিদলভিত্তিক লিপিতে অন্যান্য ধ্বনিসমষ্টি যেমন ব্য-স্ব-ব্য, ব্য-স্ব-সুর, এবং শব্দশেষের নাসিক্যব্যঞ্জন ইত্যাদিও দেখতে পাওয়া যায়।

ধ্বনিদলভিত্তিক লিপিগুলির তালিকা

পৃথিবীর লিখন পদ্ধতির প্রকারগুলি
শব্দীয় বর্ণমালা লিপি অশব্দীয় বর্ণমালা লিপি ধ্বনিক বর্ণমালা লিপি ধ্বনিদলভিত্তিক লিপি অর্ধ-শব্দলিপি চিত্রাক্ষর লিপি আব্জাদ লিপি সংখ্যা পদ্ধতি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.